Asia Cup: কোন অঙ্কে এখনও এশিয়া কাপের ফাইনালে উঠতে পারে ভারত?
গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত। আর সেই ম্যাচে হেরে নিজেদের এশিয়া কাপের ফাইনালে ওঠার রাস্তা কঠনি করে ফেলেছেন রোহিত শর্মারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর আগে পাকিস্তানের বিরুদ্ধেও হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। অর্থাৎ সুপার ফোরে পরপর ২ ম্যাচেই হারতে হয়েছে রাহুলদের।
তবে এখনও ভারতের জন্য এশিয়া কাপের ফাইনালে ওঠার রাস্তা রয়েছে। তবে তার জন্য অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
আজ আফগানিস্তান খেলতে নামবে পাকিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচে যে কোনওভবে রশিদ খানদের জিততেই হবে। কারণ পাকিস্তান ভারতকে হারিয়ে দিয়েছে আগেই।
ভারত আগামীকাল আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্যাচ শুধু জিতলেই হবে না, রোহিতদের বিশাল বড় ব্যবধানে জিততে হবে এই ম্যাচ।
সবচেয়ে বড় কথা পাকিস্তানকে আর কোনও ম্যাচ জেতা চলবে না। আফগানিস্তানের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামবে বাবর আজমের দল। সেই ম্যাচও তাদের হারতে হবে।
আফগানিস্তান যদি তাদের পরবর্তী ম্যাচ গুলোর একটি জেতে ও শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে দেয়। তবে তাদের ফাইনালে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
ম্যাচ জেতার সঙ্গে রান রেটের দিকেও লক্ষ্য রাখতে হবে। রাহুল দ্রাবিড়ের দলকে অবশ্যই আফগানদের থেকে রান রেটে অনেকটা এগিয়ে থাকতে হবে। ফাইনালে ওঠার এটাও একটা শর্ত।
যদি আফগানিস্তান তাদের পরের ২টো ম্যাচেই হেরে যায়। তাহলে ভারতের সঙ্গে তাদেরও এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে।
সেক্ষেত্রে আগামী ১১ সেপ্টেম্বর বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে ট্রফি জয়ের লড়াইয়ে খেলতে নামবে দাসুন শনাকার শ্রীলঙ্কা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -