Asia Cup: কোনও ম্যাচ হারতে হয়নি, কীভাবে এশিয়া কাপের ফাইনালে পৌঁছল রোহিত বাহিনী?
চলতি এশিয়া কাপের প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছেছিল ভারত। একমাত্র দল যারা কোনও ম্যাচ না হেরেই ফাইনালে পৌঁছেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে ফাইনালে পৌঁছায় ভারতীয় দল। এই নিয়ে ১১ তম বার এশিয়া কাপের ফাইনালে উঠল টিম ইন্ডিয়া।
২০১৮ সালে শেষবার এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছিল ভারত। রোহিত শর্মার নেতৃত্বেই সেবার চ্যাম্পিয়ন হয়েছিল টিম ইন্ডিয়া।
এবরের টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্য়াচে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বে খেলতে নেমেছিল ভারত। কিন্তু বৃষ্টির জন্য কোনও ফলাফল নির্ধারণ করা সম্ভব হয়নি।
ক্যান্ডিতে হওয়া সেই ম্যাচটিতে টপ অর্ডার ব্যর্থ হলেও ঈশান কিষাণ ও হার্দিক ১৩৮ রানের পার্টনারশিপ গড়েন। তবে পাকিস্তান রান তাড়া করতে নামতেই পারেনি।
নেপালের বিরুদ্ধে ১০ উইকেট জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। গ্রুপ এ-র ম্য়াচে মুখােমুখি হয়েছিল ২ দল।
পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে বিরাট কোহলি দুরন্ত শতরান হাঁকান। তিনি ১২২ রানের ইনিংস খেলেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের ম্য়াচে জাডেজা, কুলদীপের দুরন্ত বোলিংয়ের সুবাদে ৪১ রানে জয় ছিনিয়ে ফাইনালে পৌঁছে যায় ভারত।
গতকাল পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। আগামী ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -