IPL 2024: রিঙ্কু, রাসেল থেকে বোলিং বিভাগে স্টার্ক, কেমন হতে পারে নাইটদের আইপিএল একাদশ?
KKR 2024 Squad: রিঙ্কু সিংহ রয়েছেন তালিকায়। কেকেআরের জার্সিতে গত মরসুমের দুর্দান্ত পারফরম্যান্স তাঁকে জাতীয় দলের দরজা খুলে দিয়েছিল।
তালিকায় স্টার্ক ও রিঙ্কু
1/11
কেকেআরের জার্সিতে রহমনউল্লাহ গুরবাজকে ওপেনিংয়ে দেখা যাবে। তিনি আগের মরসুমেও ভাল পারফরম্যান্স করেছিলেন।
2/11
গুরবাজের সঙ্গে ওপেনিংয়ে নামতে পারেন বেঙ্কটেশ আইয়ার।
3/11
শ্রেয়স আইয়ার কেকেআর দলের অধিনায়ক। তিন নম্বর পজিশনে দেখা যাবে কেকেআর অধিনায়ককে।
4/11
নীতিশ রানা দলের সহ অধিনায়ক। শ্রেয়সের ডেপুটি। তাঁকে চার নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখা যেতে পারে।
5/11
রিঙ্কু সিংহ রয়েছেন তালিকায়। কেকেআরের জার্সিতে গত মরসুমের দুর্দান্ত পারফরম্যান্স তাঁকে জাতীয় দলের দরজা খুলে দিয়েছিল
6/11
কেকেআরের তারকা বিদেশি অলরাউন্ডার আন্দ্রে রাসেল। চার বিদেশির মধ্যে অন্যতম এই ক্যারিবিয়ান।
7/11
ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারাইনও রয়েছেন তালিকায়। তিনিও থাকবেন প্রথম একাদশে।
8/11
কেকেআরে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কিনেছে মিচেল স্টার্ককে। তিনি আসন্ন আইপিএল মরসুমে নাইটদের তুরুপের তাস হতে পারেন।
9/11
পেস বোলার হর্ষিত রানা রয়েছেন তালিকায়।
10/11
চেতন সাকারিয়াকে ন্যূনতম বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছে কেকেআর। তাঁকেও দেখা যাবে প্রথম একাদশে।
11/11
কেকেআরের আরেক তারকা স্পিনার বরুণ চক্রবর্তী রয়েছেন তালিকায়। তাঁকেও দেখা যাবে একাদশে আসন্ন মরশুমে।
Published at : 29 Dec 2023 03:40 PM (IST)