IPL 2024: রিঙ্কু, রাসেল থেকে বোলিং বিভাগে স্টার্ক, কেমন হতে পারে নাইটদের আইপিএল একাদশ?
কেকেআরের জার্সিতে রহমনউল্লাহ গুরবাজকে ওপেনিংয়ে দেখা যাবে। তিনি আগের মরসুমেও ভাল পারফরম্যান্স করেছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগুরবাজের সঙ্গে ওপেনিংয়ে নামতে পারেন বেঙ্কটেশ আইয়ার।
শ্রেয়স আইয়ার কেকেআর দলের অধিনায়ক। তিন নম্বর পজিশনে দেখা যাবে কেকেআর অধিনায়ককে।
নীতিশ রানা দলের সহ অধিনায়ক। শ্রেয়সের ডেপুটি। তাঁকে চার নম্বর পজিশনে ব্যাটিং করতে দেখা যেতে পারে।
রিঙ্কু সিংহ রয়েছেন তালিকায়। কেকেআরের জার্সিতে গত মরসুমের দুর্দান্ত পারফরম্যান্স তাঁকে জাতীয় দলের দরজা খুলে দিয়েছিল
কেকেআরের তারকা বিদেশি অলরাউন্ডার আন্দ্রে রাসেল। চার বিদেশির মধ্যে অন্যতম এই ক্যারিবিয়ান।
ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারাইনও রয়েছেন তালিকায়। তিনিও থাকবেন প্রথম একাদশে।
কেকেআরে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কিনেছে মিচেল স্টার্ককে। তিনি আসন্ন আইপিএল মরসুমে নাইটদের তুরুপের তাস হতে পারেন।
পেস বোলার হর্ষিত রানা রয়েছেন তালিকায়।
চেতন সাকারিয়াকে ন্যূনতম বেস প্রাইস ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছে কেকেআর। তাঁকেও দেখা যাবে প্রথম একাদশে।
কেকেআরের আরেক তারকা স্পিনার বরুণ চক্রবর্তী রয়েছেন তালিকায়। তাঁকেও দেখা যাবে একাদশে আসন্ন মরশুমে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -