Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Cricket History: ১২ বছর আগে আজকের দিনেই একদিনের আন্তর্জাতিকে প্রথম দ্বিশতরান করেন সচিন
দীর্ঘ ২৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে বহু রেকর্ড গড়েছেন, ভেঙেছেন সচিন তেন্ডুলকর। তবে ১২ বছর আগে আজকের দিনেই তিনি এমন একটি রেকর্ড গড়েন, যা অনন্য। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিকে দ্বিশতরান করেন সচিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১০-এর ২৪ ফেব্রুয়ারি গ্বালিয়রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ২০০ রান করে অপরাজিত থাকেন সচিন। ১৪৭ বলে দ্বিশতরান করেন সচিন। তিনি এই ইনিংসে ২৫টি বাইন্ডারি ও তিনটি ছক্কা মারেন।
সচিনের আগে একদিনের আন্তর্জাতিকে একটি ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল পাকিস্তানের প্রাক্তন বাঁ হাতি ওপেনার সইদ আনোয়ার ও জিম্বাবোয়ের ক্রিস কভেন্ট্রির। তাঁরা দু’জনেই ১৯৪ রান করেন। সেই রেকর্ড ভেঙে দেন সচিন।
সচিনের ২০০ রানের ম্যাচে প্রথমে ব্যাটিং করে ভারতীয় দল করে ৩ উইকেটে ৪০১ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা ২৪৮ রানে অলআউট হয়ে যায়। ভারতীয় দল ১৫৩ রানে ম্যাচ জেতে।
এর আগে একদিনের আন্তর্জাতিকে সচিনের সর্বোচ্চ স্কোর ছিল ১৮৬। ১৯৯৯ সালের নভেম্বরে হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই স্কোর করেন সচিন। ২০১০-এ নিজের সেরা স্কোরই টপকে যান তিনি।
সচিনের পর পাঁচজন ব্যাটসম্যান একদিনের আন্তর্জাতিকে ২০০ রান করেছেন। তবে এক্ষেত্রে পথ দেখান সচিনই। তাই তাঁর নজির কোনওদিনই ম্লান হবে না।
সচিনের পর ভারতীয়দের মধ্যে একদিনের আন্তর্জাতিকে দ্বিশতরান করেছেন বীরেন্দ্র শর্মা ও রোহিত শর্মা। একদিনের আন্তর্জাতিকে রোহিতের দ্বিশতরান দু’টি। সেই দু’টিই শ্রীলঙ্কার বিরুদ্ধে। একদিনের আন্তর্জাতিকে সর্বোচ্চ স্কোর ২৬৪ রোহিতেরই।
২০১৫ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৫ রান করেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইল। তিনিই প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০ ওভারের বিশ্বকাপে ২০০ রান করেন।
সচিনের দ্বিশতরানের ঠিক পাঁচ বছর পরে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বিশ্বকাপের ম্যাচে দ্বিশতরান করেন গেইল। তিনি ১৩৮ বলে ২০০ রান পূর্ণ করেন। ১৪৭ বলে ১৬টি ছক্কা ও ১০টি বাউন্ডারির সাহায্যে ২১৫ রান করেন সচিন।
পাকিস্তানের ব্যাটসম্যান ফকর জামান, নিউজিল্যান্ডের ব্যাটসম্যান মার্টিন গাপটিলও একদিনের আন্তর্জাতিকে দ্বিশতরান করেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -