HS Prannoy: দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে... প্রণয়কে নতুন ইনিংসের শুভেচ্ছা জানালেন সাইনা
ভারতের অন্যতম সেরা শাটলার মনে করা হয় এইচ এস প্রণয়কে। থোমাস কাপ জয়ী ভারতীয় দলের সদস্য তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদীর্ঘদিনের বান্ধবী শ্বেতা ব়্যাচেল থোমাসকে বিয়ে করলেন ভারতের ব্যাডমিন্টন তারকা।
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন প্রণয়। ক্যাপশনে লিখেছেন, 'ডি ডে'
শ্বেতার জন্ম কুয়েতে। পরে তিনি বেঙ্গালুরুতে আসেন কর্মসূত্রে। সেখানেই তাঁর সঙ্গে প্রণয়ের আলাপ হয়।
ফ্যাশন কনটেন্ট ক্রিয়েটর হিসাবে কর্মরত শ্বেতা।
বিশ্ব ব্যাডমিন্টন ব়্যাঙ্কিংয়ে দু'ধাপ উঠে ১৬ নম্বরে রয়েছেন প্রণয়।
৩৩ টুর্নামেন্টে অংশগ্রহণ করে প্রণয়ের সংগৃহীত ব়্যাঙ্কিং পয়েন্ট ৬৪৩৩০।
প্রণয়কে নতুন ইনিংসের জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ব্যাডমিন্টন তারকাদের অনেকেই।
তবে সেরা শুভেচ্ছাবার্তা দিয়েছেন সাইনা নেহওয়াল।
সাইনা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে...''। সাইনার বার্তায় মজা পেয়েছেন নেটিজেনরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -