HS Prannoy: দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে... প্রণয়কে নতুন ইনিংসের শুভেচ্ছা জানালেন সাইনা
Prannoy Marriage: দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা ব়্যাচেল থোমাসকে বিয়ে করলেন ভারতের ব্যাডমিন্টন তারকা।
HS Prannoy Marriage
1/10
ভারতের অন্যতম সেরা শাটলার মনে করা হয় এইচ এস প্রণয়কে। থোমাস কাপ জয়ী ভারতীয় দলের সদস্য তিনি।
2/10
দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা ব়্যাচেল থোমাসকে বিয়ে করলেন ভারতের ব্যাডমিন্টন তারকা।
3/10
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন প্রণয়। ক্যাপশনে লিখেছেন, 'ডি ডে'
4/10
শ্বেতার জন্ম কুয়েতে। পরে তিনি বেঙ্গালুরুতে আসেন কর্মসূত্রে। সেখানেই তাঁর সঙ্গে প্রণয়ের আলাপ হয়।
5/10
ফ্যাশন কনটেন্ট ক্রিয়েটর হিসাবে কর্মরত শ্বেতা।
6/10
বিশ্ব ব্যাডমিন্টন ব়্যাঙ্কিংয়ে দু'ধাপ উঠে ১৬ নম্বরে রয়েছেন প্রণয়।
7/10
৩৩ টুর্নামেন্টে অংশগ্রহণ করে প্রণয়ের সংগৃহীত ব়্যাঙ্কিং পয়েন্ট ৬৪৩৩০।
8/10
প্রণয়কে নতুন ইনিংসের জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ব্যাডমিন্টন তারকাদের অনেকেই।
9/10
তবে সেরা শুভেচ্ছাবার্তা দিয়েছেন সাইনা নেহওয়াল।
10/10
সাইনা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে...''। সাইনার বার্তায় মজা পেয়েছেন নেটিজেনরা।
Published at : 15 Sep 2022 11:57 AM (IST)