T20 World Cup: স্টোকসের ব্যাটেই ফের বিশ্বজয়, পাক বধ করে কুড়ির ক্রিকেটে খেতাব ইংল্য়ান্ডের
আবার বেন স্টোকস। আবার আরও একটা বিশ্বকাপের ফাইনাল। এবার ফের চ্যাম্পিয়ন ইংল্য়ান্ড। আর যার নায়ক বেন স্টোকস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৫২ রানের অপরাজিত ইনিংস টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। ২০১৯ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে নায়ক হয়েছিলেন। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নায়ক হলেন স্টোকস।
পাকিস্তানের বিরুদ্ধে ৫ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড। মেলবোর্নের ২২ গজে উড়ল ব্রিটিশদের ধ্বজা।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ১৩৭ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস
দুরন্ত বোলিং করেন তরুণ অলরাউন্ডার স্যাম কারান। ৪ ওভার বল করে ১২ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন কারান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অ্যালেক্স হেলসের উইকেট হারায় ইংল্যান্ড। তবে এরপর প্রথমে বাটলার ও পরে স্টোকস মিলে দলেক জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
বাটলার ২৬ রান করে ফিরে গেলেও অর্ধশতরান হাঁকান স্টোকস। নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান।
২০১০ সালে পল কলিংউডের নেতৃত্বে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এবার জস বাটলারের নেতৃত্বে খেতাব জিতল ইংল্য়ান্ড।
২০১৯ সালে ওয়ান ডে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। ২০২২ সালে টি-টোয়েন্টিতে বিশ্বসেরা হল। এর আগে পরপর দুই ফর্ম্যাটের দুই বিশ্বকাপ ট্রফি নিজেদের কাছে রাখতে পারেনি কোনও দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -