T20 World Cup 2022: যে রেকর্ডগুলো ভেঙে যেতে পারে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে
বিশ্বের একমাত্র ব্যাটার যে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবার শতরান হাঁকিয়েছেন। ২০০৭, ২০১৭ মরসুমে গেল সেঞ্চুরি করেছিলেন। তাঁর রেকর্ড ভাঙার সুযোগ থাকছে এবার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিরাট কোহলি একমাত্র ব্য়াটার যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ বার অর্ধশতরান হাঁকিয়েছেন। তাঁর রেকর্ড টপকে যাওয়ার সুযোগ থাকছে রোহিত শর্মা (৮), ডেভিড ওয়ার্নারের (৬)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে সর্বাধিক ২৩টি ক্যাচ ধরেছেন। তাঁর পরের দুটো স্থানে আছেন মার্টিন গাপ্টিল (১৯) ও ডেভিড ওয়ার্নার (১৮)।
মহেন্দ্র সিংহ ধোনির স্ট্যাম্পের পেছনে শিকার ৩২। তাঁর পরের স্থানটিই রয়েছে কুইন্টন ডি ককের (১৫)।
বিশ্বকাপে ৩১ ম্যাচে ৪১ উইকেট রয়েছে শাকিব আল হাসানের। ভারতের রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে রয়েছে ১৮ ম্যাচে ২৬ উইকেট।
৩১ ম্যাচে ১০১৬ রান করে সর্বাধিক রানের মালিক বিশ্বকাপে মাহেলা জয়বর্ধনে। তালিকায় এরপরই রয়েছেন রোহিত শর্মা । তাঁর ঝুলিতে রয়েছে ৩৩ ম্যাচে ৮৪৭ রান।
কোনও একটি মরসুমে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক উইকেটের মালিক হাসারাঙ্গা। তাঁর ঝুলিতে রয়েছে ১৬ উইকেট। তাঁর রেকর্ডও ভাঙার সুযােগ থাকবে অন্য বোলারদের সামনে।
কোনও একটি মরসুমে বিশ্বকাপে সর্বাধিক রানের মালিক বিরাট কোহলি। ২০১৪ মরসুমে ৩১৯ রান করেছিলেন। ফর্মে থাকা সূর্যকুমার যাদব, মহম্মদ রিজওয়ানদের কাছে সুযোগ বিরাটের রেকর্ড ভেঙে নিজেদের দখলে করার।
২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে উইখেট কিপার হিসেবে সর্বাধিক ৯টি শিকার করেছিলেন এবি ডিভিলিয়ার্স। তাঁর রেকর্ডও টপকে যাওয়ার সুযোগ থাকছে ঋষভ পন্থ, ডি কক, ম্যাথু ওয়েডদের সামনে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -