T20 Ranking: মাত্র ১৬ পয়েন্টে পিছিয়ে দুইয়ে সূর্যকুমার, টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা ব্যাটার কে?
বুধবার টি-টোয়েন্টি ব়্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি (ICC)। ব্যাটারদের তালিকায় শীর্ষে মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। পাকিস্তানের ব্যাটার রয়েছেন দুরন্ত ছন্দে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি নায়ক হয়ে উঠতে পারেন বলে মনে করছেন অনেকে ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যাট হাতে তিনি দুরন্ত ছন্দে। এবার বিশ্বের সেরা টি-টোয়েন্টি ব্যাটার হওয়ার দৌড়েও ঢুকে পড়লেন সূর্যকুমার যাদব। মাত্র ১৬ পয়েন্ট পিছনে রয়েছেন সূর্যকুমার। কার্যত রিজওয়ানের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন তিনি।
তালিকায় তিন নম্বরে রয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচে ১০৮ রান করেছেন তিনি।
তালিকায় চার নম্বরে দক্ষিণ আফ্রিকার এইডেন মারক্রাম। তাঁর সংগৃহীত পয়েন্ট ৭৭৭।
ইংল্যান্ডের ডাভিড মালান রয়েছেন তালিকার পাঁচ নম্বরে। ৭৩৩ পয়েন্ট রয়েছে তাঁর ঝুলিতে।
৭০৭ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছেন অ্যারন ফিঞ্চ।
নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে রয়েছেন সাত নম্বরে। তাঁর সংগৃহীত পয়েন্ট ৬৮৩।
৬৭৭ পয়েন্ট নিয়ে তালিকায় আট নম্বরে রয়েছেন শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা।
সংযুক্ত আরব আমিরশাহির মহম্মদ ওয়াসিম ৬৩৬ পয়েন্ট নিয়ে রয়েছেন তালিকার নয় নম্বরে।
৬২৮ পয়েন্ট নিয়ে তালিকায় দশ নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -