ICC World Cup: তালিকায় ২ ভারতীয়, ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে হ্যাটট্রিক করেছেন যাঁরা
আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার হ্যাটট্রিক করেছিলেন চেতন শর্মা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৯৯ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার কিংবদন্তি সাকলিন মুস্তাক।
২০০৩ সালে ওয়ান ডে বিশ্বকাপে খেলতে নেমে হ্যাটট্রিক করেছিলেন চামিন্ডা ভাস। প্রাক্তন লঙ্কা পেসার বাংলাদেশের বিরুদ্ধে ২৫ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন ৬ উইকেট।
২০০৩ সালে বিশ্বকাপ খেলতে নেমে হ্যাটট্রিক করেছিলেন অজি পেসার ব্রেট লি। কেনিয়ার বিরুদ্ধে ম্যাচে অস্ট্রেলিয়ার কেনিয়ার ব্য়াটিংয়ের সময় প্রথম চার ওভারেই ৩ উইকেট ফেলে দিয়েছিলেন পরপর লি।
২০০৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমে হ্যাটট্রিক করেছিলেন তারকা প্রাক্তন লঙ্কা পেসার।
ওয়েস্ট ইন্ডিজের কেমার রোচ ২০১১ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন কেমার রোচ। ২৭ রানের বিনিময়ে ৬ উইকেট তুলে নিয়েছিলেন ক্যারিবিয়ান পেসার।
শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ফের একবার হ্যাটট্রিক করেছিলেন ২০১১ বিশ্বকাপে। কেনিয়ার বিরুদ্ধে এই নজির গড়েছিলেন ডানহাতি লঙ্কা পেসার।
ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টিফেন ফিনও হ্যাটট্রিক করেছিলেন বিশ্বকাপের মঞ্চে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই নজির গড়েছিলেন ডানহাতি পেসার।
দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার জেপি ডুমিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। ২৬ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছিলেন।
২০১৯ সালে সাউদাম্পটনে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন মহম্মদ শামি। দ্বিতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়েছিলেন তিনি।
নিউজিল্যান্ডের তারকা বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টও ২০১৯ সালে হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -