World Cup 2023: উইকেট কিপার নন, তবে এই পাঁচ ক্রিকেটার বিশ্বকাপের কোনও একটি ম্যাচে সর্বাধিক ক্যাচ লুফেছেন
তালিকায় সবার আগে রয়েছেন মহম্মদ কাইফ। নিজের সময় বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার ছিলেন এই প্রাক্তন ডানহাতি ব্য়াটার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ ছিল ভারতের। জোহানেসবার্গে আয়োজিত সেই ম্যাচে একাই ৪ উইকেট তুলে নিয়েছিলেন কাইফ।
চলতি বিশ্বকাপে খেলছেন না বাংলাদেশের বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। তবে তিনিও এই তালিকায় রয়েছেন।
সৌম্য ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচে নেলসনে একাই ৪ উইকেট তুলে নিয়েছিলেন।
পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন উইকেট কিপার ব্যাটার উমরান মালিকও রয়েছেন এই তালিকায়। তিনিও এমন নজির গড়েছিলেন বিশ্বকাপের মঞ্চে।
২০১৫ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ছিল আয়ারল্যান্ডের। সেই ম্যাচে আকমল একাই ৪ উইকেট নিয়েছিলেন।
ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ক্রিস ওকস এবারের বিশ্বকাপেও দলের সঙ্গে রয়েছেন। তবে তিনি গত বিশ্বকাপে ঘরের মাঠে এমন নজির গড়েছিলেন।
২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ছিল ইংল্যান্ডের। সেই ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন একাই ওকস।
তালিকায় সবার শেষে আপাতত রয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ও দলের নির্ভরযোগ্য ব্যাটার জো রুট।
আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ডকে হারতে হয়েছে। এবারের বিশ্বকাপে অন্যতম অঘটন। তবে সেই ম্যাচেই ৪ টি ক্যাচ ধরেছিলেন রুট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -