Abhimanyu Century: ব্যর্থ অভিষেকের লড়াই, অভিমন্যুর সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন মোহনবাগান
চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগান শিবির
1/6
ভবানীপুরকে ৬ উইকেটে হারিয়ে সিএবি-র প্রথম ডিভিশন ওয়ান ডে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল মোহনবাগান।
2/6
মঙ্গলবার সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ভবানীপুর তুলেছিল ২৮৮/৮। ওপেনিং পার্টনারশিপে অভিষেক রামন ও অভিষেক দাস ১০৪ রান যোগ করেন। ৫২ রান করে রামন আউট হলেও সেঞ্চুরি করেন অভিষেক। ১০১ বলে ১০০ করে আউট হন তিনি। অগ্নিভ পান করেন ৫৭ রান। মোহনবাগানের হয়ে জেসাল খারিয়া ৩ উইকেট নেন। ২ উইকেট সৌরভ মণ্ডলের।
3/6
জবাবে ব্যাট করতে নেমে ১৩ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় মোহনবাগান। ৬২ বলে ৬৭ রান করেন অনুষ্টুপ মজুমদার। ৪০ রান করেন সুদীপ চট্টোপাধ্যায়।
4/6
তবে ম্যাচের নায়ক অভিমন্যু ঈশ্বরণ। ১৪৪ বলে অপরাজিত ১৬৭ রান করে দলকে জেতান তিনি।
5/6
প্রথমে সুদীপের সঙ্গে ৯৯ ও পরে অনুষ্টুপের সঙ্গে ১৫১ রানের পার্টনারশিপ গড়েন অভিমন্যু।
6/6
ভবানীপুর রানার্স হল। আর মরসুমের প্রথম ট্রফি জিতল মোহনবাগান। পুরস্কার দিতে হাজির ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, ভাইস প্রেসিডেন্ট নরেশ ওঝা, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্মসচিব দেবব্রত দাস, কোষাধ্যক্ষ দেবাশিষ গঙ্গোপাধ্যায়। ছবি: সিএবি
Published at : 27 Apr 2021 09:00 PM (IST)