Cricketer Holi Pics: ‘সাফল্যর রঙে রঙিন হোক জীবন’, হোলির শুভেচ্ছা ক্রিকেটারদের
রঙের উৎসব হোলি উপলক্ষ্যে শুভেচ্ছা ভারতের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারদের। আজ সারা দেশ রঙের উৎসব হোলিতে মেতেছে। শীত শেষে নবরূপে সেজে ওঠা প্রকৃতির রঙে মন রাঙিয়ে উৎসবে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা। এই উপলক্ষ্যে ঋষভ পন্থ, যুবরাজ সিংহ, বীরেন্দ্র সহবাগ, ক্রুণাল পান্ড্য, শ্রেয়স আয়ার, সুরেশ রায়না,ভিভিএস লক্ষ্মণ, শিখর ধবনের মতো প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appব্যাটিং কিংবদন্তী লক্ষ্মণ ট্যুইটে লিখেছেন, এই পবিত্র উৎসব ইতিবাচক শক্তি জাগরিত করুক, সাফল্য অর্জনের জন্য আশা ও উদ্দীপনার সঞ্চার করুক, এই প্রার্থনা জানাচ্ছি।খুশির এই উৎসবে ভালোবাসা ও আনন্দের বার্তা ছড়িয়ে পড়ুক। সবাইকে হোলির শুভেচ্ছা।
ভারতীয় দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংহ তাঁর ট্যুইট-বার্তায় সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। তাঁর শুভেচ্ছা বার্তায় যুবরাজ লিখেছেন, হোলির এই পবিত্র উৎসবে প্রত্যেকের জীবন ভালোবাসা, সাফল্য ও নতুন সূচনার রঙে ভরে উঠুক। প্রিয়জনদের সঙ্গে বাড়িতে নিরাপদে থেকে হোলি উদযাপন করুন! শুভ হোলি।
ভারতীয় দলের ওপেনার শিখর ধবন তাঁর ট্যুইট-বার্তায় লিখেছেন, শুভ হোলি। রঙের এই উৎসব আপনাদের জীবনে এনে দিক ভালোবাসা ও আনন্দ। প্রত্যেকে নিরাপদে থাকুন।
ভারতীয় দলের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ হোলি উপলক্ষ্যে সবাই আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, প্রত্যেককে মজাদার, নিরাপদ ও আনন্দপূর্ণ রঙের উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। গতকাল ভারত ইংল্যান্ডকে হারিয়ে একদিনের সিরিজ জিতেছে। জয়ের মুহুর্তের ছবি শেয়ার করে গতকালই হোলির শুভেচ্ছা জানিয়েছিলেন ঋষভ।
ক্রুণাল পান্ড্যও শুভেচ্ছা জানিয়ে ট্যুইটে লিখেছেন, হোলির উৎসবে সামিল প্রত্যেকের শান্তি, সুখ কামনা করছি। ভালোবাসা জানাচ্ছি। নিরাপদে থাকুন। হোলি খুব ভালো কাটুক।
হোলির শুভেচ্ছা জানিয়েছেন সুরেশ রায়না। রঙের উৎসবে সবার জীবনে খুশিতে ভরে উঠুক, শুভেচ্ছা বার্তায় এই প্রার্থনা করেছেন তিনি।
বীরেন্দ্র সহবাগ তাঁর ট্যুইট বার্তায় হোলির শুভেচ্ছা জানিয়েছেন। সেইসঙ্গে সপরিবারে হোলি উদযাপনের ছবিও শেয়ার করেছেন তিনি। (ছবি সৌজন্যে বীরেন্দ্র সহবাগ/ট্যুইটার)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -