IND vs NZ 2nd Test: বৃষ্টি থাবা, ইন্ডোরে প্রস্তুতিতে ব্যস্ত বিরাট, রাহানেরা
ইন্ডোর অনুশীলনে ভারতীয় দল
1/10
মুম্বই টেস্ট শুরু আগামীকাল থেকে। কিন্তু তার আগে বৃষ্টি বাধা অনুশীলনে। (ছবি সৌজন্যে বিসিসিআই)
2/10
ভারতীয় দলের ক্রিকেটারদের দেখা গেল ইন্ডোরে অনুশীলন করতে। দ্রাবিড়ের তত্ত্বাবধানে পূজারা।
3/10
শুভমন গিলকেও দেখা গেল ইন্ডাের অনুশীলনে। নকিং করতে দেখা গেল এই তরুণ ক্রিকেটারকে।
4/10
মুম্বই টেস্টে প্রথম একাদশে ঢুকে পড়তে পারেন মহম্মদ সিরাজ। সেক্ষেত্রে ইশান্ত শর্মার বদলিও হতে পারেন তিনি।
5/10
মুম্বই টেস্টে জাতীয় দলে ফিরতে চলেছেন বিরাট কোহলি। তাঁকে প্রস্তুতিতে স্বমহিমায় দেখা গেল।
6/10
ময়ঙ্ক অগ্রবালকে দ্বিতীয় টেস্টে হয়ত রিজার্ভ বেঞ্চে দেখা যেতে পারে। সেক্ষেত্রে ওপেনিং কম্বিনেশন হবে পূজারা ও গিল।
7/10
দ্রাবিড়ের কোচিংয়ে এই প্রথমবার ২২ গজে খেলতে নামবেন বিরাট কোহলি। এর আগে ২ জনে একসঙ্গে খেলেছেন।
8/10
প্রথম টেস্টে ঘাড়ে ব্যাথা পেলেও, দ্বিতীয় টেস্টে মাঠে দেখা যেতে পারে ঋদ্ধিমান সাহাকে। তিনি ফিটই রয়েছেন।
9/10
পূজারা যদি ওপেনিংয়ে নামেন, তবে এই প্রথমবার একসঙ্গে ওপেনে নামবেন পূজারা ও গিল।
10/10
ইন্ডোর সেশনে চেনা ছন্দে দেখা গেল বিরাট কোহলিকে। গত ৫৬ ইনিংস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে নেই কোনও সেঞ্চুরি। ওয়াংখেড়েতে সেই খরা কাটাতে চান তিনি।
Published at : 02 Dec 2021 04:55 PM (IST)