আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ১০টি রেকর্ড
আন্তর্জাতিক ফুটবলে এখন সর্বোচ্চ গোলের মালিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১১৫ গোলের মালিক এখন পর্তুগিজ সুপারস্টার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএক মরসুমে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের মালিকও ক্রিশ্চিয়ানো। ২০১৭ সালে পর্তুগালের জার্সিতে ৩২ গোল করেছিলেন।
বিশ্বকাপে হ্যাটট্রিক করা সবচেয়ে বয়স্ক ফুটবলার। ৩৩ বছর ১৩৩ দিন বয়সে রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন রোনাল্ডো।
টানা ৪ বিশ্বকাপে গোল। ২০১৮ বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে গোলের মুখ খুলেছিলেন রোনাল্ডো। তার সঙ্গে সঙ্গেই টানা ৪ বিশ্বকাপে গোল করেন তিনি।
সবচেয়ে বেশি দলের বিরুদ্ধে গোল করেছেন রোনাল্ডো। ৪৪টি দেশের বিরুদ্ধে গোল করেছেন তিনি।
বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ১০টি আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল করেছেন
ইউরোর সবচেয়ে বেশি গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মিশেল প্লাতিনিকে টপকে ১৪ গোল করে শীর্ষে তিনি।
ইউরোতে সবচেয়ে বেশি ম্যাচ জয়। এই টুর্নামেন্টে মোট ১২ ম্যাচ জিতেছেন তিনি রোনাল্ডো।
আন্তর্জাতিক ফুটবলে মোট ৯টি হ্যাটট্রিক করে শীর্ষে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আলি দাইয়ের ঝুলিতে রয়েছে ৮টি হ্যাটট্রিক। মেসির ঝুলিতে রয়েছে ৬টি হ্যাটট্রিক।
পাচটি ইউরোতে গোল করা বিশ্বের প্রথম ফুটবলার। ২০০৪ সালে গ্রিসে প্রথমবার ইউরোয় অংশ নিয়েছিলেন রোনাল্ডো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -