Ravindra Jadeja : ঝুলিতে ২০০ শিকার, সপ্তম ভারতীয় হিসেবে জাদেজার অনন্য কীর্তি
এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ১ টি উইকেট নিয়ে ওডিআই ক্রিকেটে ২০০ উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। সপ্তম ভারতীয় বোলার হিসেবে যে কীর্তি তাঁর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর আগে শুধুমাত্র অনিল কুম্বলে ও হরভজন সিংহ, ভারতের শুধুমাত্র এই দুই স্পিনারই একদিনের ক্রিকেট ২০০-র বেশি উইকেট নিয়েছেন।
এছাড়া জাভাগাল শ্রীনাথ, অজিত আগারকার, জাহির খান ও কপিল দেব এই চার ভারতীয় পেসারের ঝুলিতে রয়েছে ২০০-র বেশি ওডিআই উইকেট।
২০০ উইকেট নেওয়ার পাশাপাশি আরও এক অনন্য কীর্তি গড়েছেন জাদেজা। কপিল দেবের পর ভারতের দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ২০০ উইকেট ও ২ হাজারের বেশি রান করার নজির গড়েছেন তিনি।
অলরাউন্ডার হিসেবে বিশ্বে ১৪ তম ক্রিকেটার হয়ে ২ হাজারের বেশি রান ও ২০০-র বেশি উইকেট নেওয়ার নজির গড়ে ফেললেন রবীন্দ্র জাদেজা।
গত এশিয়া কাপে হাঁটুতে চোট পেয়েছিলেন। সারিয়ে উঠে ফের ছন্দে রবীন্দ্র জাদেজা। এদিনের একটি উইকেটের সুবাদে চলতি এশিয়া কাপে ছ'টি উইকেট নেওয়া হয়ে গেল জাদেজার।
৩৪ বছরের জাদেজার একদিনের ক্রিকেটে এক ম্যাচে সাতবার ৪ বা তার বেশি উইকেট নেওয়ার কীর্তি রয়েছে।
২০১৩ সালে ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৬ রানে ৫ উইকেট নেওয়া জাদেজার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেরা বোলিং।
ভারতের হয়ে ওডিআইয়ের পাশাপাশি ৬৭ টেস্টে খেলেছেন রবীন্দ্র জাদেজা। টেস্টে রয়েছে ২৭৫ উইকেট।
তিন ফর্মাটেই ভারতের ভরসাযোগ্য অলরাউন্ডার জাতীয় দলের জার্সিতে ৬৪ টি২০'তে ৫১ উইকেট নিয়েছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -