In Pics Australian Open 2022: ৪৪ বছর পর কোন কীর্তি? প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জয়ে ইতিহাস বার্টির
এবারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন অ্যাশলে বার্টি। অস্ট্রেলিয়ার এই টেনিস সুন্দরী প্রথমবার দেশের মাটিতে মেজর টুর্নামেন্ট জিতলেন। (সব ছবি অস্ট্রেলিয়ান ওপেন সোশ্যাল মিডিয়া)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফাইনালে তিনি হারিয়ে দিলেন আমেরিকার আমেরিকান ড্যানিয়েল কলিন্সকে। কোনো সেটেই হারেননি বার্টি।
অস্ট্রেলিয়ান ওপেন অ্যাশলে বার্টির কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্লাম। ২৫ বছর বয়সেই তিনি তিনটি গ্র্যান্ডস্লামের মালিক।
আমেরিকার ২৮ বছরের ড্যানিয়েল কলিন্সকে ৬-৩,৭-৬ সেটে হারিয়ে রড লেভার এরিনায় চ্যাম্পিয়ন হলেন বার্টি।
এদিন প্রথম সেট ৬-৩ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় সেটে লড়াইয়ে ফিরে এসেছিলেন কলিন্স। একসময়ে ৫-১ সেটে ব্যবধানে পিছিয়ে ছিলেন বার্টি।
সেখান থেকেই পালটা প্রত্যাঘাত শুরু করেন ২৫ বছরের অজি টেনিস সুন্দরী। আর সবার অঙ্ক বদলে ৫-৫ এর সমতায় ফেরেন। দ্বিতীয় সেট এরপর টাইব্রেকারে পৌঁছোয়। কিন্তু সেখানে আর ২৮ বছরের কলিন্সকে কোনো সুযোগই দেননি বার্টি। দ্বিতীয় সেট ৭-৬ এ জিতে ম্যাচও পকেটে পুরে নেন তিনি।
১৯৭৮ সালের পর ২০২২। ৪৪ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব উঠল কোনো অজি টেনিস তারকার হাতে।
গত বছর উইম্বলডন ও ২০১৯ সালে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন বার্টি।
গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চে সেমিতে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। কিন্তু এদিন সেই স্বপ্ন সত্যি করলেন।
মহিলাদের সিঙ্গলসের ক্রমতালিকায় বিশ্বের ১ নম্বর অ্যাশলে বার্টি টুর্নামেন্টে কোনো সেটই হারেননি। এদিন ম্যাচে পর কিংবদন্তী রড লেভারের সঙ্গেও ছবি তোলেন বার্টি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -