Australian Open 2022: অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নাদাল, মেদভেদেভ, এক ঝলকে তাঁদের সেমির লড়াই
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন রাফায়েল নাদাল। কেরিয়ারের ২১ তম গ্র্যান্ডস্লাম জয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রাফা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅস্ট্রেলিয়ান ওপেনের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে জয় পেলেন ড্যানিল মেদভেদেভ। তিনি হারিয়ে দিলেন সিৎসিপাসকে।
ইতালির মাত্তেও বেরেত্তিনিকে (matteo berrettini) হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেলেন স্প্যানিশ টেনিস সুপারস্টার।
তবে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় রাশিয়ান তারকা। খেলার ফল মেদভেদেভের পক্ষে ৭-৬(৫), ৪-৬, ৬-৪, ৬-১। এই নিয়ে টানা দ্বিতীয়বারের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন মেদভেদেভ।
এদিন ম্যাচের প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। সেখানে দুর্দান্ত জয় ছিনিয়ে নেন মেদভেদেভ। এরপর যদিও দ্বিতীয় সেটেই দারুণভাবে ম্যাচে ফিরে আসেন স্তেফোনাস সিৎসিপাস। তিনি দ্বিতীয় সেট জিতে যান। তবে তৃতীয় ও চতুর্থ সেটে একপ্রকার কোর্টে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি গতবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন মেদভেদেভ।
টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই নাদাল ২ ঘণ্টা ৫৫ মিনিটের কঠিন লড়াই শেষে ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩ সেটে জয় ছিনিয়ে নিলেন নাদাল।
২০২১ সালে নোভাক জকোভিচের বিরুদ্ধে হারতে হয়েছিল মেদভেদেভকে। কিন্তু এবার সুযোগ রয়েছে তাঁর সামনে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের নাদালকে হারিয়ে।
নোভাক জকোভিচ না থাকায় এবারের অস্ট্রেলিয়ান ওপেনে গ্র্যান্ডস্লাম সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে রাফায়েল নাদালের কাছে। তার মধ্য়ে রজার ফেডেরারও খেলছেন না।
২০টি গ্র্যান্ডস্লামের মালিক নাদাল এখনও পর্যন্ত মাত্র একবার ২০০৯ সালে রড লেভার এরিনায় খেতাব জিততে পেরেছিলেন।
ইতালির মাত্তেও বেরেত্তিনি এদিন একটি মাত্র সেটে শুধু নাদালের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে পেরেছিলেন। কিন্তু তাছাড়া বাকি ম্যাচ আর কোনো সেটে জিততে পারেননি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -