IPL Records: আইপিএলে ব্যাট হাতে ঝড় তুলতে ওস্তাদ এঁরা
IPL: আইপিএল ইতিহাসে সবচেয়ে দ্রুতগতিতে রান করা পাঁচ ব্যাটারের মধ্যে দুইজন কেকেআর তারকা রয়েছেন।
আইপিএলের সবচেয়ে আগ্রাসী ব্যাটার এঁরা (ছবি: পিটিআই/ আইপিএল)
1/10
একদা আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন ক্রিস মরিস।
2/10
৮১ ম্যাচ খেলা মরিসের আইপিএল কেরিয়ার স্ট্রাইক রেট ১৫৫.৪৪।
3/10
বীরেন্দ্র সহবাগ ও আগ্রাসী ব্যাটিং যেন সমার্থক। এই তালিকায় তাঁর নাম দেখে কেউই অবাক হবেন না।
4/10
সহবাগ ১৫৫.৪৪ স্ট্রাইক রেটে আইপিএলে ২৭২৮ রান করেছেন।
5/10
সুনীল নারাইনের দখলে আইপিএলের ইতিহাসে অন্যতম দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড রয়েছে।
6/10
বল হাতে ম্যাচ উইনার হলেও, ব্যাট হাতেও নারাইন নিজের দিনে একাই ম্যাচ জেতাতে পারেন। তাঁর আইপিএল স্ট্রাইক রেট ১৬২.৭০।
7/10
গত মরসুমে ব্যাট হাতে আইপিএলে পঞ্জাব কিংসের জার্সিতে ঝড় তুলেছিলেন লিয়াম লিভিংস্টোন।
8/10
যদিও বাকিদের থেকে তিনি অনেকটাই কম ম্যাচ খেলেছেন। তাও লিভিংস্টোনের ১৬৬.৮৭-র স্ট্রাইক রেট যে কোনও প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।
9/10
আইপিএলের ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ উইনারদের মধ্যে আন্দ্রে রাসেলের নাম অবশ্যই থাকবে।
10/10
তিনি আইপিএলের ইতিহাসে সর্বাধিক ১৭৭.৮৮ স্ট্রাইক রেটে রান করেছেন।
Published at : 26 Mar 2023 12:30 AM (IST)