Ben Stokes Birthday: আজ জন্মদিন বেন স্টোকসের, 'ব্যাড বয়' থেকে ইংল্যান্ডের 'ন্যাশনাল হিরো' সম্পর্কে আকর্ষণীয় কিছু তথ্য
বর্তমানে সারা বিশ্বক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকস। আজ তাঁর ৩০ তম জন্মদিন। ২০১১-তে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর প্রথম দুই বছর তাঁকে গড়পড়তা ক্রিকেটার হিসেবেই মনে করা হত। কিন্তু এরপরই যেন নিজের খোলস ছেডে বেরিয়ে আসেন স্টোকস। ২০১৩-তই নিজের বিধ্বংসী ব্যাটিং ক্ষমতার পরিচয় দেন তিনি। অস্ট্রেলিয়ার পার্থে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ১২০ রানের ইনিংস খেলে নিজে জাত চিনিয়ে দিয়েছিলেন তিনি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। (ছবি সৌজন্যে বেন স্টোকস-ইনস্টাগ্রাম)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইংল্যান্ড দলে সুযোগ পাওয়ার প্রথম কয়েক বছর ক্রিকেট ছাড়া অন্য কোনও কারণে শিরোনামে আসতে দেখা যেত স্টোকসকে। দুবার গ্রেফতারও হয়েছিলেন তিনি। ২০১২-তে গ্রেফতারের পর তাঁকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছিল। ২০১৩-তে দলের বিদেশ সফরে গভীর রাত মদ্যপানের জন্য তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। (ছবি সৌজন্যে বেন স্টোকস-ইনস্টাগ্রাম)
বারবার বিতর্ক স্টোকসের কেরিয়ারে প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম চার বছরে বছরে তাঁর ব্যাট থেকে এসেছিল একটি মাত্র সেঞ্চুরি। ২০১৬-র টি ২০ বিশ্বকাপের স্মৃতি তাঁর কাছে দুঃস্বপ্নের মতো হয়ে থাকবে। ১৫৬ রান তাড়া করতে নেমে শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রানের। মার্লন স্যামুয়েলস ও ব্রেথওয়েট ছিলেন ক্রিজে। শেষ ওভারে বল করছিলেন স্টোকস। তাঁর প্রথম চার বলেই চারটি ওভার বাউন্ডারি মারেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। এভাবে ওয়েস্ট ইন্ডিজ দুরন্ত জয় পেয়েছিল। (ছবি সৌজন্যে বেন স্টোকস-ইনস্টাগ্রাম)
২০১৬ থেকে তিনি ব্যাটিং দাপট দেখাতে শুরু করেন। ওই বছর দুটি সেঞ্চুরি সহ ১২ টেস্ট ম্যাচে ৯০৪ রান করেন স্টোকস। যদিও ২০১৭-তে নাইটক্লাবের বাইরে কয়েক জনের সঙ্গে মারপিটে জড়িয়ে পড়ায় গ্রেফতার করা হয়েছিল স্টোকসকে। তাঁকে ইসিবি সাসপেন্ডও করেছিল। এরফলে ২০১৭-১৮ তে অস্যাসেজ সিরিজ খেলতে পারেননি তিনি। (ছবি সৌজন্যে বেন স্টোকস-ইনস্টাগ্রাম)
২০১৯-এ ঘুরে দাঁড়ান স্টোকস। একদিনের ক্রিকেটের বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করার পথে দুরন্ত ইনিংস খেলে জাতীয় নায়ক হয়ে ওঠেন তিনি। সমগ্র টুর্নামেন্টেই অসাধারণ ব্যাটিং করেন তিনিয ৬৬.৪২ গড়়ে ৪৬৫ রান করেন তিনি। ফাইনালে ৮৪ রানের বিধ্বংসী ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। প্রথমবার ইংল্যান্ড বিশ্বকাপ জিততে সক্ষম হয়। (ছবি সৌজন্যে বেন স্টোকস-ইনস্টাগ্রাম)
২০১৭-র আইপিএলের নিলামে পুনে সুপারজায়ান্টস তাঁকে রেকর্ড ১৪.৫ কোটি টাকায় দলে নিয়েছিল। বর্তমানে আইপিএলে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন তিনি। ২০১৮-র নিলামে তাঁকে ১২.৫ কোটি টাকায় দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। (ছবি সৌজন্যে বেন স্টোকস-ইনস্টাগ্রাম)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -