WPL 2023: বল হাতে আগুন ঝরিয়ে ডব্লিউপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী বাংলার সাইকা, প্রথম পাঁচে আর কারা?
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের জয়ের অন্যতম কারিগর হলেন ইসি ওয়ং। ম্যাচে তিন উইকেট নেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটুর্নামেন্টে ৮.৭৫ গড়ে চারটি উইকেট নিয়ে এখনও পর্যন্ত উইকেটের নিরিখে টুর্নামেন্টের পঞ্চম সফলতম বোলার তিনি।
ইউপি ওয়ারিয়ার্সের বিরদ্ধে এক ম্যাচেই পাঁচ উইকেট নিয়েছিলেন কিম গার্থ। তাঁর সুবাদেই এই তালিকায় চার নম্বরে রয়েছেন তিনি।
যদিও সেই ম্যাচে গার্থের পাঁচ উইকেট সত্ত্বেও পরাজিত হতে হয়েছিল গুজরাত জায়ান্টসকে।
তারা নরিসও ইতিমধ্যেই টুর্নামেন্টের এক ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন। আরসিবির বিরুদ্ধে পাঁচ উইকেট নেন তিনি।
তিনি এখনও পর্যন্ত মোট ছয়টি উইকেট নিয়েছেন যুক্তরাষ্ট্রের পেসার।
পরপর দুই ম্যাচে তিনটি করে উইকেট নিয়েছেন হেইলি ম্যাথিউজ। দুই ম্যাচেই জয় পেয়েছে মুম্বই।
ম্যাথিউজ ব্যাট হাতে তো ইতিমধ্যেই ঝড় তুলেইছেন, বল হাতেও মোট ছয় উইকেট নিয়ে তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহকও বটে।
তালিকায় এক নম্বরেও রয়েছেন আরেক মুম্বই ইন্ডিয়ান্স তারকা। তিনি আর কেউ নন, বাংলার সাইকা ইশাক।
বল হাতে তিন ম্যাচে মাত্র ৪.৯১ ইকোনমি ও ৫.৫৫ গড়ে নয় উইকেট নিয়ে ফেলেছেন সাইকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -