Best All-rounders: ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের সেরা ১০ অলরাউন্ডারের তালিকায় কে কে আছেন?
তালিকায় সবার প্রথমে থাকবে প্রাক্তন লঙ্কা অধিনায়ক সনৎ জয়সূর্য। নিজের সময়ে বিশ্ব ক্রিকেটে বিধ্বংসী ব্যাটারদের মধ্যে একজন ছিলেন। ৪৪৫ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৪৩৩ ইনিংস ব্যাট করে ১৩,৪৩০ রান করেন। ২৮টি সেঞ্চুরি করেছেন। এছাড়াও ৩২৩ উইকেটের মালিক তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওয়ান ডে ক্রিকেটে তারকা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম জ্যাক কালিস। দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন অলরাউন্ডার দেশের জার্সিতে ৩২৮ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৩১৪ ইনিংসে ৪৪.৩৬ গড়ে ১১,৫৭৯ রান করেছেন। ১৩৯ হচ্ছে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। ১৭টি সেঞ্চুরি ও ৮৬টি অর্ধশতরান করেছেন। ঝুলিতে রয়েছে ২৭৩ উইকেট।
তালিকায় উপরের দিকেই থাকবেন শাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় ২১৫ ওয়ান ডে খেলে এখনও পর্যন্ত ৬,৬০০ রান করেছেন। এছাড়াও তুলে নিয়েছেন ২৭৭ উইকেটও।
স্যুইংয়ের সুলতান বলা হত ওয়াসিম আক্রমকে। দীর্ঘ ১৯ বছরের কেরিয়ারে তিনি ছিলেন অন্যতম সফল বোলার। বিশ্বকাপে তিনি সর্বাধিক উইকেট সংগ্রহকারীদের তালিকায় ৪ নম্বরে আছেন। তিনি ৩৫৬ ম্যাচে ৫০২ উইকেটে মালিক। এছাড়া ২৮০ ইনিংসে ১৬.৫২ গড়ে ৩৭১৭ রান করেছেন।
বিশ্বকাপজয়ী কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার কপিল দেবও রয়েছেন তালিকায়। দীর্ঘ ১৬ বছরের কেরিয়ারে তিনি ২২৫ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৯৮ ইনিংসে ব্যাট করে ২৩.৭৯ গড়ে ৩৭৮৩ রান করেন। নিয়েছেন ২৫৩ উইকেট।
তালিকায় রয়েছেন ভারতের যুবরাজ সিংহ। ৩০৪টি ওয়ান ডে ম্যাচে ৮,৭০১ রান করেছেন। ঝুলিতে পুরেছেন ১১১ উইকেটও। ২০০৭ ও ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন।
দীর্ঘ প্রায় ১৯ বছরের কেরিয়ারে শাহিদ আফ্রিদি ৩৯৮ ম্যাচে ৩৬৯ ইনিংসে ব্যাট করে ২৩.৫৭ গড়ে ৮,০৬৪ রান করেছেন। রয়েছে ৫টি সেঞ্চুরি ও ৮ টি অর্ধশতরান। উইকেট পেয়েছেন ৩৯৫টি।
প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক। ৩০৩ ম্যাচ খেলে ২০৫ ইনিংস ব্যাট করে ২৬.৪৫ গড়ে ৩৫১৯ রান করেছেন। কেরিয়ারে ১ টি শতরান রয়েছে। ৩৯৩ উইকেটও নিয়েছেন।
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল রজ্জাকও রয়েছেন তালিকায়। দীর্ঘ প্রায় ১৫ বছরের কেরিয়ারে ২৬৫ ম্যাচ খেলে ২২৮ ইনিংসে ৫০৮০ রান করেছেন। ঝুলিতে রয়েছে ২৬৯ উইকেট।
অস্ট্রেলিয়ার প্রাক্তন এই ক্রিকেট তারকা শেন ওয়াটসন ১৯০ টি ওয়ান ডে ম্যাচে ৫,৭৫৭ রান করেছেন। এছাড়াও রয়েছে ১৬৮টি উইকেট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -