Brazil in Copa America: কোপার প্রথম ম্যাচে গোল করে ও করিয়ে নায়ক নেমারই
Brazil Football Star Neymar
1/10
উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে এবারের কোপা আমেরিকার অভিযান শুরু করল ব্রাজিল।
2/10
ব্রাজিলের তিনটি গোলের মধ্যে নেমার করলেন একটা, করালেন দুটো।
3/10
কিক অফের ২৩ মিনিটের মাথায় নেমারের কর্নার কিক থেকে ব্রাজিলের প্রথম গোলটি করেন মার্কুইনোস।
4/10
প্রথমার্ধে বারবার সুযোগ তৈরি করলেও আর গোল করতে পারেননি ব্রাজিলের ফুটবলাররা।
5/10
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ব্রাজিল।
6/10
ম্য়াচের ৬৪ মিনিটের মাথায় দানিলোকে বক্সের মধ্যে ফাউল করেন ভেনেজুয়েলার ইয়োহান কামানা।
7/10
গোলকিপারকে সম্পূর্ণ অন্য দিকে ফেলে গোল করে যান নেমার। ম্যাচের ৮৯ মিনিটে ৩-০ করেন গ্যাব্রিয়েল বার্বোসা।
8/10
প্রথম ম্যাচে বড় জয় পেল গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
9/10
ব্রাজিলের পরের ম্যাচ বৃহস্পতিবার। প্রতিপক্ষ পেরু। ছবি ব্রাজিল ফুটবল সংস্থার সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া।
10/10
image 10
Published at : 14 Jun 2021 04:33 PM (IST)