Jasprit and Sanjana Haldi ceremony: কেমন ছিল বুমরা-সঞ্জনার গায়ে হলুদ-মেহেন্দির অনুষ্ঠান
বুমরা-সঞ্জনার হলদি অনুষ্ঠান
1/11
সোমবার বিয়ে করলেন যশপ্রীত বুমরা-সঞ্জনা গণেশন। হলদি, মেহেন্দি, সঙ্গীত, প্রথামাফিক বিয়ের সব অনুষ্ঠানই সেরেছিলেন দুই তারকা।
2/11
গোয়ায় ব্যক্তিগত একটি অনুষ্ঠানে বিয়ে করলেন বুমরা-সঞ্জনা। করোনা আবহে বেশি লোক আমন্ত্রিত ছিলেন না গোয়ার রিসর্টে। বিয়ের হলদি ও মেহেন্দি অনুষ্ঠানে খুশিতে ভাসলেন বুমরা-সঞ্জনার বন্ধু ও পরিজনরা।
3/11
সঞ্জনা পেশাদার সঞ্চালিকা। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স শিবিরে দেখা যায় তাঁকে। তাঁর বিয়েতে কেকেআর পরিবারের কয়েকজন আমন্ত্রিত ছিলেন।
4/11
শুভ অনুষ্ঠান সম্পন্ন হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শেয়ার হচ্ছে যুগলের বিয়ের নানা মুহূর্তের ছবি।
5/11
গোলাপি লেহঙ্গার সাজে এ যেন অচেনা সঞ্জনা। ক্রিকেট অনুষ্ঠানের সঞ্চালিকাকে মোহময়ী লাগছিল।
6/11
হাল্কা গোলাপি রংয়ের এমব্রয়ডারড র শিল্কের শেরওয়ানি পরেছিলেন বুমরা। কাঁধে ছিল তসর জর্জেটের শাল। জরির কাজ ছিল শালে।
7/11
সিল্ক ফ্লস লেহঙ্গা পরেছিলেন সঞ্জনা। আনকাট ডায়মন্ডের তৈরি সাবেকি গয়না পরেছিলেন তিনি।
8/11
বর-কনে দুজনেরই পোশাক ও অলঙ্কার ডিজাইন করেছিলেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।
9/11
সূত্রের খবর, অতিমারি পরিস্থিতিতে মাত্র ২০ জন বন্ধু-বান্ধবকে আমন্ত্রণ জানানো হয়েছিল বিয়ের অনুষ্ঠানে।
10/11
ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের সময় বিরতি নিয়েছিলেন বুমরা। ব্যক্তিগত কারণে বিসিসিআই-এর কাছে ছুটি চেয়েছিলেন তিনি। বোর্ড তাঁর আর্জি মঞ্জুর করেছিল। এর কিছুদিন পরেই জানা যায় যে, বুমরা বিয়ে করছেন।
11/11
সঞ্জনা ২০১৯ বিশ্বকাপ থেকে শুরু করে আইপিএল, বিভিন্ন ক্রিকেট অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন। কলকাতা নাইট রাইডার্সের অ্যাঙ্করও তিনি। ২০১৩-তে ফেমিনা গর্জিয়াস খেতাবও জিতেছিলেন।
Published at : 17 Mar 2021 05:15 PM (IST)