World Cup 2023 : বার্থডে সেঞ্চুরি, জন্মদিনের বিশেষ নজিরেও সচিনকে ছুঁলেন বিরাট, তালিকায় আর কারা ?
৩৫ তম জন্মদিনের মঞ্চে নজির-গড়া শতরান। কলকাতায় বিরাট কোহলি (Virat Kohli) ছুঁয়েছেন সচিন তেন্ডুলকারকে। হাঁকিয়েছেন কেরিয়ারের ৪৯ তম ওডিআই শতরান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে কোহলি একা নন, জন্মদিনে শতরান রয়েছে আরও কয়েকজন ক্রিকেটারের। বিরাট ছাড়া একদিনের আন্তর্জাতিকে নিজের জন্মদিনে শতরান হাঁকানোর অনন্য নজির রয়েছে আর কোন কোন ক্রিকেটারের ?
মাস্টার ব্লাস্টার। ১৯৯৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শারজায় ২৫ তম জন্মদিনে শতরান রয়েছে সচিন তেন্ডুলকারের (১৩৪) (Sachin Tendulkar)।
বিনোদ কাম্বলি (Vinod Kambli)। ১৯৯৩ সালে নিজের ২১ তম জন্মদিনে ওডিআই শতরান হাঁকান। ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ১০০ রান।
২০০৮ সালে ৩৯ তম জন্মদিনে ভারতের বিরুদ্ধে শতরান হাঁকান সনৎ জয়সূর্য (১৩০) (Sanath Jayasuriya)।
নিজের ২৭ তম জন্মদিনে রস টেলর (Ross Taylor) (অপরাজিত ১৩১) হাঁকিয়েছিলেন শতরান । পাকিস্তানের বিরুদ্ধে। পাল্লিকেলেতে। ২০১১ সালে।
নিউজিল্যান্ডের টম ল্যাথামও (Tom Latham) রয়েছেন তালিকায়। ২০২২ সালে নিজের ৩০ তম জন্মদিনের মঞ্চে তিনি হাঁকিয়েছিলেন সেঞ্চুরি।
মিচেল মার্শ (Mitchell Marsh) (১২১)। পাকিস্তানের বিরুদ্ধে চলতি বিশ্বকাপে নিজের ৩২ তম জন্মদিনে শতরান হাঁকান অজি ব্যাটার।
বিরাট কোহলি, মিচেল মার্শ ও রস টেলর বিশ্বকাপের মঞ্চে জন্মদিনে শতরান হাঁকানোর অনন্য নজির গড়েছেন।
ইডেন গার্ডেন্সে অনন্য শতরানের পর আপাতত সচিনের সঙ্গে ওডিআই সেঞ্চুরিতে একাসনে বিরাট। চলতি বিশ্বকাপেই সুযোগ, মাস্টার ব্লাস্টারকে ছাপিয়ে যাওয়ার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -