FIFA World Cup Cup 2022 : মেসির হাত ধরে কোন পথে আর্জেন্তিনার স্বপ্নপূরণ, ঝলকে বিশ্বকাপের ফাইনাল
লিওনেল মেসি, পাউলো দিবালা, এনজো পারেদেস ও গঞ্জালো মন্তিয়েল, টাইব্রেকারে জালে বল জড়ান আর্জেন্তিনার চারজনই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনির্ধারিত সময়ের খেলায় জোড়া গোল মেসি। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে ও অতিরিক্ত সময়ে ১০৮ মিনিটে দুটি গোল এলএম টেনের।
টাইব্রেকারে জোড়া সেভ এমিলিয়ানোর মার্তিনেজের। কিংসলে কোম্যান ও চুয়ামেনির শট আটকান আর্জেন্তাইন দূর্গপ্রহরী।
ম্যাচের ২৩ মিনিটের মাথায় দি মারিয়ার আদায় করা পেনাল্টি থেকে গোল মেসির। যা থেকে লিড নেয় লা আলবিসিলেস্তে শিবির।
৩৬ মিনিটের মাথায় মেসির অনবদ্য পাস থেকে ম্যাকালিস্টারের পাশ ধরে ফরাসিদের জালে বল জড়িয়ে দেন দুরন্ত দি মারিয়া।
খেলার ৮০ মিনিটের মাথায় ৯৭ সেকেন্ডের ব্যবধানে পেনাল্টি থেকে একটি ও আর একটি গ্রাউন্ড, জোড়া গোলে খেলায় সমতা ফেরান কিলিয়ান এমবাপে।
অতিরিক্ত সময়ে মেসির গোলে আর্জেন্তিনা ফের একবার এগিয়ে গেলেও বিশ্বকাপের ফাইনালে এমবাপের হ্যাটট্রিকে খেলা গড়ায় টাইব্রেকারে।
টানটান পেনাল্টি শুট আউটে মাথা ঠান্ডা রেখে শেষমেশ ৩৬ বছরের শাপমোচন ঘটায় আর্জেন্তিনা।
১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার হাত ধরে শেষ বিশ্বকাপের পর ২০২২ কাতার বিশ্বকাপে লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপে আর্জেন্তিনার।
সম্ভবত কেরিয়ারের শেষ বিশ্বকাপ, আন্তর্জাতিক আঙিনাতেও মেসির সম্ভবত শেষ ম্যাচ। গোল্ডেন বলের পাশাপাশি দেশকে জেতালেন বিশ্বকাপ। রূপকথা একেই বলে হয়তো। ফুটবলের রূপকথা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -