David Conway: সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসাবে অভিষেকেই দুশো, রেকর্ড বুকে কনওয়ে
লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে বিরল সমস্ত কীর্তি স্থাপন করলেন নিউজ়িল্যান্ডের বাঁহাতি ওপেনার ডেভন কনওয়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসাবে টেস্ট অভিষেকেই ডাবল সেঞ্চুরি করলেন কনওয়ে।
বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিন ডাবল সেঞ্চুরি সম্পূর্ণ করেন কনওয়ে। সেদিন তাঁর বয়স ছিল ২৯ বছর ৩৩০ দিন।
নিউজ়িল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে টেস্ট অভিষেকে ডাবল সেঞ্চুরি করলেন কনওয়ে। তাঁর আগে ১৯৯৯ সালে ম্য়াথু সিনক্লেয়ার ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট অভিষেকে ২১৪ রান করেছিলেন।
মাত্র ৭জন ক্রিকেটারের সাফল্যেরক ঝুলিতে টেস্ট অভিষেকেই ডাবল সেঞ্চুরির কীর্তি রয়েছে। যে তালিকায় ঢুকে পড়লেন কনওয়ে।
টেস্ট অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস খেলার তালিকায় ৬ নম্বরে কনওয়ে। শীর্ষে অস্ট্রেলিয়ার টিপ ফস্টার। ১৯০৩ সালে যিনি টেস্ট অভিষেকে ২৮৭ রান করেছিলেন।
১৯৮৭ সালে শ্রীলঙ্কার ব্রেন্ডন কুরুপ্পুর পর দ্বিতীয় ওপেনার হিসাবে টেস্ট অভিষেকেই ডাবল সেঞ্চুরি করলেন কনওয়ে।
কনওয়ের দুশোই ইংল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস। তিনি ভেঙে দিলেন রঞ্জিৎ সিংজির রেকর্ড। ১৮৯৬ সালে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করে ইংল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেকেই অপরাজিত ১৫৪ রান করেছিলেন রঞ্জি।
লর্ডসে হোম অফ ক্রিকেট বলা হয়। এই মাঠে টেস্ট অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস এখন কনওয়ের দখলে। ভেঙে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড। ১৯৩৬ সালে লর্ডসে টেস্ট অভিষেকে ১৩১ রান করেছিলেন সৌরভ।
২০০৩ সালে গ্রেম স্মিথের প্রায় ১৮ বছর পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে কোনও ওপেনার ডাবল সেঞ্চুরি করলেন। ছবি সৌজন্য: নিউজিল্যান্ড ক্রিকেট
- - - - - - - - - Advertisement - - - - - - - - -