Ronaldo's record: ৮৪ গোল, তিনবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, ম্যান ইউ জার্সিতে রোনাল্ডোর কীর্তি
CR7
1/8
ঘরে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফের ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে দেখা যাবে তাঁকে।
2/8
ম্যান ইউয়ের হয়ে খেলেই দুবার মরসুমের সেরা ফুটবলার হয়েছেন।
3/8
একবার গোল্ডেন বুট জিতেছিলেন সিআরসেভেন।
4/8
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১৯৬টি ম্যাচ খেলেছেন রোনাল্ডো।
5/8
ম্যান ইউ জার্সিতে ৮৪টি গোল রয়েছে পর্তুগিজ মহাতারকার।
6/8
৩৪টি গোলে সহায়তা করেছেন রোনাল্ডো।
7/8
ম্যান ইউয়ের হয়ে দুবার প্রিমিয়ার লিগ জেতার স্বাদ পেয়েছেন রোনাল্ডো।
8/8
ম্যান ইউয়ের হয়ে গোলের সেঞ্চুরি করার সুবর্ণ সুযোগ। রোনাল্ডো ভক্তরা বলছেন, স্রেফ সময়ের অপেক্ষা। - ম্যান ইউ, ইপিএল, রোমেরো
Published at : 27 Aug 2021 11:35 PM (IST)