Happy Birthday Mitchell Starc: অভিষেক এদেশেই, ভারতের বিরুদ্ধে কতটা সফল মিচেল স্টার্ক?
আজ জন্মদিন অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার মিচেল স্টার্কের। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা পেস বোলার তিনি। বোলিংয়ের পাশাপাশি তাঁর ব্যাটের হাতও বেশ ভাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৯৯০ সালের ৩০ জানুয়ারি জন্ম হয় স্টার্কের। আজ তিনি ৩২ বছর পূর্ণ করলেন।
৯ বছর বয়স থেকে ক্রিকেট খেলা শুরু স্টার্কের। শুরুতে তিনি উইকেটকিপার ছিলেন। পাশাপাশি বোলিংও করতেন। পরে অবশ্য তিনি পুরোপুরি বোলার হয়ে যান।
২০১০ সালের ২০ অক্টোবর বিশাখাপত্তনমে ভারতের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয় স্টার্কের। সেই ম্যাচে অবশ্য তিনি উইকেট পাননি।
২০১৪ সালের আইপিএল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলা শুরু করেন স্টার্ক। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বেশি গুরুত্ব দিতে চান বলে ২০১৭ সালে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচে উইকেট না পেলেও, পরে ভারতের বিরুদ্ধে সাফল্য পেয়েছেন স্টার্ক। ২০১৫ সালে মেলবোর্নে ভারতের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৬ উইকেট নেন এই বাঁ হাতি পেসার। তাঁর শিকার হন মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়না, রোহিত শর্মা, শিখর ধবন, ভুবনেশ্বর কুমার ও অক্ষর পটেল।
ভারতের বিরুদ্ধে স্টার্কের আরও একটি স্মরণীয় ম্যাচ ২০২০ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে একদিনের সিরিজের প্রথম ম্যাচ। সেই ম্যাচে ৩ উইকেট নেন এই পেসার। তিনি ফিরিয়ে দেন রোহিত শর্মা, শ্রেয়স আয়ার ও শার্দুল ঠাকুরকে।
২০১৫ সালে একদিনের বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারতের বিরুদ্ধে ২৮ রান দিয়ে জোড়া উইকেট নেন স্টার্ক। তিনি ফিরিয়ে দেন অজিঙ্কা রাহানে ও উমেশ যাদবকে।
২০১২ সালে মেলবোর্নে ভারতের বিরুদ্ধে একদিনের ম্যাচে সেই সময় ভারতীয় দলের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর ও গৌতম গম্ভীরকে ফিরিয়ে দেন স্টার্ক।
আইপিএল-এও বেশ সফল স্টার্ক। ২০১৪ সালে তিনি ১৪ উইকেট নেন। ২০১৫ সালের আইপিএল-এ তিনি ২০ উইকেট নেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -