Hardik Pandya : আইপিএলে হার্দিক-চমক, দলবদলের বাজারে মুম্বইয়ের বাজিমাত আগেও
জোরদার জল্পনার পর টানটান উত্তেজনা। শেষমেশ 'ঘরে' ফেরা। আইপিএলের (IPL) ইতিহাসে অন্যতম সেরা দলবদলের খতিয়ানে নথিভুক্ত হয়ে গিয়েছে হার্দিক পাণ্ড্যর (Hardik Pandya) গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে ফেরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেই বরোদার অলরাউন্ডারকে প্রথম পেয়েছিল আইপিএল। তারপর টানা ৭ মরশুমে দেশের অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে ওঠা হার্দিক ফের 'ঘরে' ফিরলেন।
গুজরাত টাইটান্স (Gujrat Titans) শিবিরে দুটো মরশুম অধিনায়কের দায়িত্ব সামলেছেন হার্দিক। আর দু'বারই ফাইনালে খেলেছে আইপিএলের আমদাবাদের ফ্র্যাঞ্চাইজিটি। ২০২২ সালে খেতাব জিতেছিল। আর ছিল গত আইপিএলের ফাইনালিস্ট।
হার্দিক পাণ্ড্যই প্রথম ক্রিকেটার যিনি অধিনায়ক হিসেবে কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে জেতানোর পর দল ছাড়লেন।
২০২০ মরশুমে হয়েছিল যে জোড়া বদল। পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস।
সেই মরশুমেই রাজস্থান রয়্যালসের প্রাক্তন অধিনায়ক আজিঙ্কা রাহানেকেও দলে নেয় দিল্লি ক্যাপিটালস। তবে কোনও ফ্র্যাঞ্চাইজিই মুম্বইয়ের মতো সাফল্য পায়নি।
২০২০ মরশুমের আগে দিল্লি ক্যাপিটালস থেকে মুম্বই শিবিরে ট্রেডে দলে নিয়েছিল ট্রেন্ট বোল্টকে। ২৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের বোলারটি হয়ে উঠেছিলেন মুম্বইয়ের খেতাব জয়ের অন্যতম কারিগর।
২০১৯ মরশুমের প্রাক্কালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কুইন্টন ডি কককে ছাড়লে তাঁকে কার্যত লুফে নিয়েছিল মুম্বই। ২০১৯ ও ২০২০ সালে মুম্বইয়ের খেতাব জয়ের পথে যিনি রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
২০১৫ প্রথমবার ১০ লাখ টাকায় হার্দিককে দলে কিনেছিল মুম্বই। খেলেছেন টানা ৭ মরশুম। তারপর মাঝে দু'বছর গুজরাতে খেলা হার্দিক এবারে মুম্বইয়ে ফিরলেন ১৫ কোটি টাকায়. শুধু তাই নয়, হার্দিককে তুলে নিতে বিপুল অঙ্কের ট্রান্সফার ফি-ও দিচ্ছে মুম্বই।
হঠাৎই হার্দিকের সঙ্গে গুজরাত ম্যানেজমেন্টের সম্পর্ক তলানিতে ঠেকে বলেই ক্রিকেটমহলে খবর ছড়ায়। আর যার পরই নিজেদের পুরনো স্টার ক্রিকেটারদের ফিরে পেতে মরিয়া হয়ে ঝাঁপায় আইপিএলের ইতিহাসে সবথেকে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -