Shami And Mukesh: ভারতীয় ক্রিকেট পেয়ে গেল ভবিষ্যতের শামিকে? কে সেই পেসার?
আইপিএলে তিনি হইচই ফেলে দিয়েছিলেন। সাড়ে পাঁচ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। বাংলার কোনও ক্রিকেটার আইপিএলে এত দাম পাননি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজাতীয় দলেও জায়গা করে নেন ডানহাতি পেসার মুকেশ কুমার।
ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেন বাংলার হয়ে। মহম্মদ শামির মতোই।
মুকেশকেই ভবিষ্যতের মহম্মদ শামি বলে চিহ্নিত করেছেন অফস্পিনার আর অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, 'আমি প্রথমে ভেবেছিলাম মহম্মদ সিরাজ় ভবিষ্যতে ‘জুনিয়র শামি’ তকমা পেতে পারে। তবে এখন মনে হচ্ছে মহম্মদ শামির (Mohammed Shami) জায়গা মুকেশ নিতে পারবে। কারণ ছেলেটা সেভাবেই এগিয়ে যাচ্ছে।'
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দারুণ বোলিং করেছিলেন মুকেশ। কোনও উইকেট না পেলেও চার ওভারে দিয়েছিলেন মাত্র ২৯ রান।
এর মধ্যে আবার ২০তম ওভারে মুকেশ মাত্র পাঁচ রান দেন। সেই সময় অস্ট্রেলিয়ার দুই বিগহিটার মার্কাস স্টোয়নিস ও টিম ডেভিড ক্রিজে থাকলেও মুকেশ ছিলেন দুরন্ত ফর্মে। নিজের উপর চাপ বাড়তে না দিয়ে, আঁটসাঁট বোলিং করেন।
মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪৩ রানে এক উইকেট তুলে নিয়েছেন মুকেশ।
জাতীয় দলের হয়ে ১টি মাত্র টেস্ট খেলেছেন মুকেশ। নিয়েছেন ২ উইকেট। ৩টি একদিনের ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। ৬টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা তিন।
সব ফর্ম্যাট মিলিয়ে টিম ইন্ডিয়ার (Team India) হয়ে মোট ১০টি ম্যাচ খেলা মুকেশ কুমারকে (Mukesh Kumar) নিয়ে মজেছেন অশ্বিন (Ravichandran Ashwin)। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -