WPL 2023: ৯ উইকেটে আরসিবিকে হারিয়ে শীর্ষে দখল মজবুত করল মুম্বই ইন্ডিয়ান্স
ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা। শুরুটাও ভাল করে আরসিবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appওপেন করতে নেমে তিনি ও সোফি ডিভাইন বেশ ভালভাবেই ইনিংসটা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তাঁরা ৩৯ রানও যোগ করে ফেলেছিলেন।
বাংলার সাইকা ইশাক ৩৯ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙতেই ম্যাচের রঙ বদলে যায়। সোফি ও দিশা কাসাতকে একই ওভারে ফেরান।
পরের ওভারেই হেইলি ম্যাথিউজ ২৩ রানে ফেরান স্মৃতি মান্ধানাকে। একই ওভারে আউট হন য়দার নাইটও।
নিরন্তর ব্যবধানে উইকেট হারিয়ে ১৫৫ রানেই গুটিয়ে যায় আরসিবি ইনিংস। বাংলার রিচা সর্বাধিক ২৮ রান করেন।
মুম্বইয়ের হয়ে ওয়েস্ট ইন্ডিয়ান তারকা হেইলি ২৮ রানের বিনিময়ে তিন উইকেট নেন।
১৫৬ রান তাড়া করতে নেমে শুরু থেকেই মুুম্বই ওপেনাররা আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন। ইয়াস্তিকা ও হেইলি ওপেনিংয়েই ৪৫ রান যোগ করেন। তবে প্রীতি বোসের বলে পঞ্চম ওভারে ২৩ রানে সাজঘরে ফেরেন ইয়াস্তিকা।
ইয়াস্তিকা আউট হলেও, হেইলি কিন্তু নিজের ইনিংস চালিয়ে যান। তাঁকে যোগ্য সঙ্গ দেন ন্যাট স্কিভার-ব্রান্ট। দ্বিতীয় উইকেটে ১১৪ রান যোগ করেন ন্যাট ও হেইলি।
৩৪ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। মাত্র ২৯ বলে ৫৫ রানের ইনিংস খেলেন ন্যাট। হেইলির ৭৭ রান আসে ৩৮ বলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -