IND vs ENG: বিশ্বরেকর্ডের সেই ৬ বল, যেভাবে ব্রডকে নিয়ে ছিনিমিনি খেলেছিলেন বুমরা

ব্রডের বলে ঝড় তুলেছিলেন বুমরা

1/10
টেস্ট ক্রিকেটে এর আগে এত রান এক ওভারে হয়নি। কোনও ব্য়াটার হিসেবে সর্বোচ্চ রান এক ওভারে তুলেছিলেন ব্রায়ান লারা। তাঁর রেকর্ড ভেঙে দিলেন শনিবার যশপ্রীত বুমরা।
2/10
বুমরার এক ওভারে ২৯ রান করলেন বুমরা। মোট সেই ওভারে ইংরেজ পেসার খরচ করলেন ৩৫ রান। টি-টোয়েন্টির পর টেস্টেও এবার এক ওভারে সবচেয়ে বেশি রান খরচ করার লজ্জার রেকর্ডের মালিক ব্রড।
3/10
গতকাল ভারতের ইনিংসে ৮৪ তম ওভারে এই রেকর্ড হয়। ব্যাট করছিলেন বুমরা। ব্রডের প্রথম বলেই বাউন্ডারি হাঁকান তিনি।
4/10
দ্বিতীয় বলেই নিজের কন্ট্রোল হারিয়ে বসেন ব্রড। সেই বল ওয়াইড হয়। এমনকী তা বাউন্ডারি লাইনও পেরিয়ে যায়। সেই বল থেকে আসে ৫ রান। মোট ১ বলে ৯ রান হয়।
5/10
পরের বলটি আবার নো করে বসেন ব্রড। সেই বলে ছক্কা হাঁকিয়ে দেন বুমরা। ফলে তৃতীয় বলে মোট ৭ রান যোগ হয়। কিন্তু বলটি বৈধ না হওয়ায় মাত্র ১ বলে ১৫ রান হয়।
6/10
দ্বিতীয় বলে আরও একটি বাউন্ডারি হাঁকিয়ে দেন বুমরা। সেই সময় রীতিমতো বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন বুমরা।
7/10
এর পরের বলটিও নিজের কন্ট্রোল হারিয়ে ফেললেও ফের বাউন্ডারি হাঁকিয়ে দেন এই ম্যাচের ভারত অধিনায়ক। মোট ৪ বলে ২৪ রান ওঠে।
8/10
এর পরের ২ বলে একটি বাউন্ডার ও একটি ছক্কা হাঁকিয়ে দেন তিনি। ভেঙে দেন লারার ১৮ বছরের পুরনো রেকর্ড।
9/10
পাঁচটি বৈধ বলে ৩৪ রান উঠে যায়। শেষ বলটা ইয়র্কার করেন ব্রড। তাতে এক রান নেন বুমরাহ। তার ফলে সবমিলিয়ে ব্রডের ওভারে ৩৫ রান ওঠে।
10/10
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রডের এক ওভারে ছয় ছক্কা মেরে বিশ্বরেকর্ড করেছিলেন যুবরাজ সিংহ। ভারতের বিরুদ্ধে ফের এক লজ্জার রেকর্ড গড়ে ফেললেন ব্রড।
Sponsored Links by Taboola