IND vs SA, 3rd Test In Pics: বুমরার ৫ উইকেট, বিরাটের নজির, কেপটাউনে এগিয়ে ভারত
কেপটাউ টেস্টে এগিয়ে ভারত। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ২১০ রানে অল আউট করে দিল বিরাট বাহিনী। (সব ছবি আইসিসি))
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবল হাতে দুর্দান্ত স্পেল জশপ্রীত বুমরার। একাই ৫ উইকেট তুলে নিলেন তিনি। কেরিয়ারে ৭ নম্বর বার টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিলেন এই তারকা পেসার।
ফিল্ডার হিসেবে অনন্য নজির গড়লেন বিরাট কোহলি। ভারতের ষষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্টে ১০০ ক্যাচ ধরার মালিক হলেন তিনি।
বল হাতে ২ উইকেট তুলে নিলেন মহম্মদ শামিও। উমেশ যাদবও ২ উইকেট নিলেন। শার্দুল পেলেন ১ উইকেট।
দক্ষিণ আফ্রিকার হয়ে একমাত্র লড়লেন কিগান পিটারসেন। তিনি ৭২ রানের ইনিংস খেলেন। তবে অন্য কারও সাপোর্ট পাননি তিনি।
প্রথম ইনিংসে ১৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও শুরুটা ভাল হয়নি ভারতের। পরপর ২ উইকেট হারায় তারা।
দলকে আরও একবার ভরসা জোগাচ্ছেন বিরাট কোহলি। ১৪ রান করে ক্রিজে আছেন বিরাট কোহলি। ৯ রান করে তাঁর সঙ্গে রয়েছেন চেতেশ্বর পূজারা।
কাল খেলার তৃতীয় দিন। হাতে ৮ উইকেট। এখনই ৭০ রানের লিড। আরও যদি বোর্ডে আড়াইশো তুলে নিতে পারে ভারত। তবে কিন্তু জয়ের পথ অনেকটাই সহজ হবে টিম ইন্ডিয়ার জন্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -