Test Cricket Record: ১৮ বছর পরও শীর্ষে লারা, টেস্টে ব্যক্তিগত সর্বাধিক রানের তালিকায় কে কে আছেন?
ঘরের মাঠে ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যান্টিগায় অপরাজিত ৪০০ রানের ইনিংস খেলেছিলেন। তাঁর ব্যাটিংয়ের ওপর ভর করে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৭৫১ রান তুলে ডিক্লেয়ার করে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ম্যাচ যদিও ড্র হয়ে যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতালিকায় দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন। লারার ইনিংসের আগের বছরই অর্থাৎ ২০০৩সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে পার্থে ৩৮০রানের ইনিংস খেলেছিলেন হেডেন। ইনিংস ও ১৭৫ রানে ম্যাচ জেতে অস্ট্রেলিয়া।
তালিকায় তৃতীয় স্থানেও রয়েছেন ত্রিনিদাদের রাজপুত্র। ১৯৯৪ সালে ইংল্যান্ডে বিরুদ্ধেই সেই একই মাঠ অ্যান্টিগায় ৩৭৫ রানের ইনিংস খেলেছিলেন লারা।
চতুর্থ স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে কলম্বোয় ৩৭৪ রানের ইনিংস খেলেছিলেন জয়বর্ধনে।
তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার স্যার গ্যারফিল্ড সোবার্স। ১৯৫৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে কিংস্টোনে অপরাজিত ৩৬৫ রানের ইনিংস খেলেছিলেন সোবার্স।
তালিকায় ষষ্ঠ স্থানে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার লেন হাটন। ১৯৩৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্য ওভালে ৩৬৪ রান করেছিলেন তিনি।
শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক ও বিধংসী ব্যাটার সনৎ জয়সূর্যও রয়েছেন তালিকায়। ১৯৯৭ সালে প্রেমাদাসা স্টেডিয়ামে ৩৪০ রানের ইনিংস খেলেছিলেন ভারতের বিরুদ্ধে এই বাঁহাতি ব্যাটার।
পাকিস্তানের কিংবদন্তী প্রাক্তন পাক ক্রিকেটার হানিফ মহম্মদ রয়েছেন তালিকায় অষ্টম স্থানে। ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্রিজটাউনে ৩৩৭ রানের ইনিংস খেলেছিলেন।
তালিকায় আরেক ইংরেজ ব্যাটার ওয়ালি হ্যামন্ড রয়েছেন। অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯৩৩ সালে অপরাজিত ৩৩৬ রান করেছিলেন তিনি।
তালিকায় ১০ নম্বর নামটি বর্তমান অস্ট্রেলিয়া দলের তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারের। ২০১৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে অ্যাডিলেড ওভালে অপরাজিত ৩৩৫ রানের ইনিংস খেলেছিলেন বাঁহাতি ব্যাটার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -