U19 Asia Cup 2021 Final: যুব এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবার চ্যাম্পিয়ন ভারত
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে জয় ভারতের। টুর্নামেন্টের ফাইনালে তারা হারিয়ে দিল শ্রীলঙ্কাকে। (সব ছবি সৌজন্যে বিসিসিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল ২ দেশ।
ম্যাচের ওভার সংখ্যা কমিয়ে ৩৮ করা হয়েছিল। টস জিতে প্রথমে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে।
ভারতের বোলারদের বোলিং দাপটে ম্যাচের প্রথম থেকেই চাপে ছিল লঙ্কা ব্যাটাররা। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে সেমিতে জয় পেয়েছিল ভারত।
পরবর্তীতে ডাক ওয়ার্থ লুইস মেথডে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১০২ রানের।
ভারতীয় দল ব্যাট করতে নেমে ২১.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ১০৪ রান তুলে ম্যাচ জিতে যায় ৬৩ বল বাকি থাকতেই।
ভারতের হয়ে অংকৃষ রঘুবংশী ৬৭ বলে ৫৬ রান করেন। শেক রশিদ ৪৯ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন।
এই নিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টুর্নামেন্টের ইতিহাসে ফাইনালে মোট ৫ বারই জয় হাসিল করে নিল ভারত।
এখনো পর্যন্ত মোট ৯ বার যুব এশিয়া কাপের আসর বসেছিল। ভারত চ্যাম্পিয়ন হল তার মধ্যে ৮ বারই।
২০১৭ সালে একবার মাত্র এই টুর্নামেন্ট জিতেছে আফগানিস্তান। যদিও ভারত ২০১২ সালে পাকিস্তানের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -