Goodbye 2021: এই ৭ আসনের গাড়িগুলি লঞ্চ হয়েছে দেশে, জেনে নিন কোনটি আপনার জন্য উপযুক্ত
Tata Safari:এতে রয়েছে 1956 cc ডিজেল ইঞ্জিন। এই গাড়ি 6 ও 7 সিটার ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এটি এক লিটার ডিজেলে 14 থেকে 16 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এটি স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল ট্রান্সমিশনের সঙ্গে পাওয়া যায়। এর দাম 14.99 লক্ষ টাকা থেকে শুরু(এক্স-শোরুম)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppMahindra Bolero Neo:এই গাড়িতে রয়েছে 1493 cc-র ডিজেল ইঞ্জিন। গাড়িতে 7 জন বসতে পারে। এটি এক লিটার ডিজেলে 17.29 কিলোমিটার যেতে পারে। এটি শুধুমাত্র ম্যানুয়াল ট্রান্সমিশনের সঙ্গে পাওয়া যায়। এর দাম শুরু 8.77 লক্ষ টাকা থেকে।
Volvo Xc90:এটি একটি 7 সিটার হাইব্রিড কার। এই গাড়ি ইলেকট্রিক ও পেট্রল মডেলে পাওয়া যায়। এই গাড়ি এক লিটার পেট্রলে 46 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। এর দাম 90.90 লক্ষ টাকা থেকে শুরু। এটি শুধুমাত্র স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সাথে পাওয়া যায়।
Hyundai Alcazar:এই গাড়িটি ভারতীয় বাজারে 6-সিটার ও 7-সিটার উভয় অপশনে পাওয়া যায়। পেট্রল ও ডিজেল উভয় মডেলেই এটি কিনতে পারবেন গ্রাহকরা। এর 2.0-লিটার পেট্রল ইঞ্জিন 157 PS শক্তি ও 191 Nm টর্ক জেনারেট করে। একই সময়ে এর 1.5-লিটার ডিজেল ইঞ্জিন 113 PS শক্তি ও 250 Nm টর্ক জেনারেট করে। এর দাম শুরু 1,630,300 টাকা থেকে। এর টপ এন্ড ভ্যারিয়েন্টের দাম 2,014,900 টাকা পর্যন্ত যায়৷
Mahindra XUV700:দুটি ইঞ্জিন অপশনে পাওয়া যায় Mahindra XUV700। এর 2.0-লিটার, 4-সিলিন্ডার mStallon টার্বো পেট্রোল ইঞ্জিন 197 bhp শক্তি ও 380 Nm টর্ক জেনারেট করে। একই সময়ে এর 2.2-লিটার, 4-সিলিন্ডার mHawk ডিজেলের ম্যানুয়াল ট্রান্সমিশন 182 bhp শক্তি ও 420 Nm টর্ক জেনারেট করে।
MG Hector Plus:এতে 1457 ও 1956 cc ডিজেল ইঞ্জিন দেওয়া হয়েছে। এটি 6 ও 7 সিটার ভ্যারিয়েন্টে আসে। এক লিটার ডিজেলে এই গাড়ি 16.6 কিলোমিটার যেতে পারে। স্বয়ংক্রিয় ও ম্যানুয়াল ট্রান্সমিশনের সঙ্গে পাওয়া যায় এই গাড়ি। এর দাম 15.39 লক্ষ টাকা এক্স-শোরুম থেকে শুরু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -