Jasprit Bumrah Marriage Pics:বিয়ে করছেন বুমরাহ? অতীতে যাঁদের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা ছড়িয়েছিল

বুমরাহ

1/8
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের শেষ টেস্ট থেকে ব্যক্তিগত কারণে ছুটি চেয়েছিলেন ভারতীয় দলের স্পিডস্টার জসপ্রিত বুমরাহ। এই ছুটির কারণ সম্পর্কে বুমরাহ নিজে থেকে কিছুই জানাননি। কিন্তু শোনা যাচ্ছে, বুমরাহ বিয়ে করছেন। বিসিসিআই সূত্রে সংবাদসংস্থাকে বলা হয়েছে যে, বিয়ে করছেন বুমরাহ। এ কথা বিসিসিআইকে জানিয়েছেন তিনি। আর জীবনের এই গুরুত্বপূর্ণ দিনটির জন্য প্রস্তুতি নিতেই ছুটি নিয়েছেন। (Photo: Getty Images)
2/8
এখন দেখে নেওযা যাক, অতীতে বুমরাহর সঙ্গে কোন কোন মহিলাদের সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছিল।(Photo: Getty Images)
3/8
এই তালিকায় সবচেয়ে বড় নাম অনুপমা পরমেশ্বরপন। ২৫ বছরের এই তেলগু সিনেমা অভিনেত্রীর সঙ্গে বুমরাহর সম্পর্কে গড়ে উঠেছে বলে জল্পনা চলছিল। প্রেমাম সিনেমা-র মাধ্যমে প্রচারের আলোয় উঠে এসেছিলেন অনুপমা। (Photo: Instagram/@anupamaparameswaran96)
4/8
২০২০-তে বুমরাহর সঙ্গে সম্পর্কের জল্পনা খারিজ করে দিয়েছিলেন তিনি। অনুপমা বলেছিলেন, তিনি কে, সেটাই তো আমি জানি না। আমি শুধু তাঁকে ক্রিকেটার হিসেবে জানি, ব্যস এটুকুই। এর থেকে আর বেশি কিছু নয়। এভাবে কোনও সঠিক তথ্য ছাড়াই এক মহিলা নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় যে জল্পনা ঘোরাফেরা করছে, তা খুবই দুঃখজনক। (Photo: Instagram/@anupamaparameswaran96)
5/8
এই তালিকায় রয়েছে সঞ্জনা গণেশনের নাম। সঞ্জনা ক্রিকেট উপস্থাপিকা। সাম্প্রতিক অতীতে তিনি প্রচুর ক্রিকেট টুর্নামেন্ট কভার করেছেন। স্টার স্পোর্টস প্রযোজিত কেকেআর ফ্যান শো-র সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। (Photo: Instagram/@sanjanaganesan)
6/8
তালিকায় রয়েছে রাশি খন্নার নাম। তিনিও তেলগু অভিনেত্রী। মাদ্রাজ কাফে-র মতো সিনেমায় ছিলেন তিনি। (Photo: Instagram/@rashikhanna_official)
7/8
কিন্তু বুমরাহর সঙ্গে কোনওরকম সম্পর্ক থাকার জল্পনা খারিজ করে দিয়েছিলেন রাশিও। এ ধরনের জল্পনাকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছিলেন তিনি। (Photo: Instagram/@rashikhanna_official)
8/8
এখন বুমরাহর বিয়ে নিয়ে নানান জল্পনা চলবে যতক্ষণ না তাঁর কাছ থেকে কোনও কিছু নির্দিষ্টভাবে জানানো হচ্ছে।
Sponsored Links by Taboola