IPL : কোন ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে ক'জন করে ক্রিকেটার ? নিলামের আগে ঝলকে ঝুলিতে কত অর্থ
ক্যামেরন গ্রিনকে (১৭.৫ কোটি) আরসিবি-র জন্য ছেড়ে গুজরাত টাইটান্স থেকে হার্দিক পাণ্ড্যকে (১৫ কোটি) দলে ফিরিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। এখনও ঝুলিতে রয়েছে ১৭.৭৫ কোটি। এখনও তাদের ঝুলিতে রয়েছে ৪ বিদেশি সহ ৮ ক্রিকেটার নেওয়ার জায়গা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেন স্টোকস, আম্বাতি রায়াডু, কাইল জেমিসনের মতো ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার পর আপাতত ৩১.৪০ কোটি টাকা রয়েছে চেন্নাই সুপার কিংসের ঝুলিতে। নিলামে ৩ বিদেশি সহ ৬ ক্রিকেটার এখনও নিতে পারবে গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
অধিনায়ক হার্দিক পাণ্ড্য সহ একাধিক ক্রিকেটারকে ছাড়ার পর গুজরাত টাইটান্সের ঝুলিতে রয়েছে ৩৮.১৫ কোটি। ২ বিদেশি সহ ৮ ক্রিকেটার নিতে পারবে তারা।
শার্দুল ঠাকুর, শাকিব আল হাসান থেকে লোকি ফার্গুসন, টিম সাউদি, একাধিক ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই মুহূ্র্তে তাদের ঝুলিতে আছে ৩২.৭০ কোটি। এখনও ১২ ক্রিকেটার নিতে পারবে কেকেআর। যার মধ্যে ৪ জন বিদেশি।
২৮.৯৫ কোটি রয়েছে দিল্লি ক্যাপিটালসের ঝুলিতে। ৪ বিদেশি সহ আরও ৯ জন ক্রিকেটার নিতে পারবে তারা। মুস্তাফিজুর রহমান, সরফরাজ খানের মতো ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে তারা।
ক্যামেরন গ্রিনকে বিপুল অঙ্কে দলে নেওয়ার পরও ২৩.২৫ কোটি রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পকেটে। নিলামে ৩ বিদেশি সহ মোট ৬ ক্রিকেটার নিতে পারবে বিরাট কোহলির নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি।
এদিকে, ১৩.১৫ কোটি রয়েছে লখনউ সুপার জায়ান্টসের ঝুলিতে। ২ বিদেশি সহ এখনও ৬ ক্রিকেটার নিতে পারবে কে এল রাহুলের নেতৃত্বাধীন দল।
দেবদত্ত পাড়িক্কালকে লখনউয়ে ছেড়ে আবেশ খানকে ট্রেডিংয়ে নিয়েছে রাজস্থান শিবির। আপাতত রাজস্থান রয়্যালসের ঝুলিতে এই মুহূর্তে ১৪.৫০ কোটি। তারা এখনও ৮ খেলোয়াড় নিতে পারবে। যার মধ্যে ৩ বিদেশি।
২৯.১০ কোটি রয়েছে পাঞ্জাব কিংসের ঝুলিতে। ২ বিদেশি সহ ৮ ক্রিকেটার এখনও নিতে পারবে তারা।
এদিকে, ৩ বিদেশি সহ ৬ ক্রিকেটার নিতে পারবে সানরাইজার্স হায়দরাবাদ। ঝুলিতে রয়েছে ৩৪ কোটি। আদিল রশিদ, হ্যারি ব্রুকের মতো ক্রিকেটারকে নিলামের আগে ছেড়ে দিয়েছে তারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -