KKR Captain: চোটগ্রস্ত শ্রেয়সের আইপিএল খেলা নিয়ে সংশয়, তাঁর বদলে কে হতে পারেন নাইট অধিনায়ক?

Kolkata Knight Riders: শনিবার, ২৫ মার্চ আসন্ন মরসুমের জন্য কে নাইট অধিনায়ক হতে পারেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর।

শ্রেয়সের বিকল্পে কেকেআর অধিনায়ক হতে পারেন কে? (ছবি: শ্রেয়সের ট্যুইটার)

1/8
ভারত-অস্ট্রেলিয়ার সিরিজের শেষ টেস্ট চলাকালীনই পিঠের ব্যথা বাড়ায় টেস্ট থেকে ছিটকে যান শ্রেয়স আইয়ার। তাঁর আইপিএলে অংশগ্রহণ করা নিয়ে প্রবল সংশয় রয়েছে।
2/8
বোর্ড ও এনসিএ, উভয়ের তরফেই শ্রেয়সকে অস্ত্রোপ্রচার করানোর পরামর্শ দেওয়া হয়েছে। সেইমতো অস্ত্রোপ্রচার হলে শ্রেয়স আইপিএলে খেলতে পারবেন না।
3/8
যদিও শোনা যাচ্ছে মাঠে নামতে মরিয়া মুম্বইয়ের তারকা আয়ুর্বেদিক চিকিৎসা করিয়ে ব্যথা উপশমের চেষ্টা করতে পারেন। তবে এই বিষয়ে পাকাপাকিভাবে কিছু বলা যাচ্ছে না।
4/8
শ্রেয়স আইয়ার কি আদৌ আইপিএল খেলবেন, না খেললে তাঁর পরিবর্তে কে নাইটদের অধিনায়ক হওয়ার দৌড়ে কারা রয়েছেন?
5/8
২০১৪ সাল থেকে কেকেআরের হয়ে আইপিএল মাতিয়েছেন আন্দ্রে রাসেল। তিনি কেকেআরের অধিনায়ক হওয়ার দৌড়ে অন্যতম বড় দাবিদার।
6/8
কেকেআর দলের অবিচ্ছেদ্য অঙ্গ নীতিশ রানা। শ্রেয়স ফিট হতে না পারলে রানাকে অধিনায়ক করা হলে অবাক হওয়ার কিছুই থাকবে না।
7/8
সুনীল নারাইন এক দশকেরও বেশি সময় ধরে কেকেআরের হয়ে খেলছেন। হালে তিনি আবু ধাবি নাইট রাইডার্সকেও নেতৃত্ব দিয়েছেন। অধিনায়ক হওয়ার দৌড়ে তিনি থাকবেনই।
8/8
অধিনায়ক হওয়ার অন্যতম বড় দাবিদার বাংলাদেশের নেতা শাকিব আল হাসান। আন্তর্জাতিক স্তরে দীর্ঘদিন অধিনায়কত্ব করা কিন্তু এই দৌড়ে শাকিবকে বাকিদের থেকে কিছুটা এগিয়ে রাখবে।
Sponsored Links by Taboola