Lionel Messi : কত টাকা বেতন পাবেন মেসি ? বেতন ছাড়াও মায়ামিতে খেলায় এলএমটেনের ঝুলিতে আর কী কী
ঠিকানা বদলেছেন সাগর টপকে। ইউরোপ ছেড়ে মার্কিন মুলুকে। সৌদি আরবের ক্লাবের পাশাপাশি ইউরোপের একাধিক ক্লাবের অফার ছেড়ে বেছে নিয়েছেন ইন্টার মায়ামিকে (Inter Miami)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমার্কিন যুক্তরাষ্ট্রে মেজর সকার লিগে (Major League Soccer) ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবই নতুন ঠিকানা লিওনেল মেসির (Lionel Messi)।
সৌদির আরবের ক্লাব আল হিলালের আকাশ ছোঁয়া অর্থের হাতছানি ছেড়ে আড়াই বছরের চুক্তিতে ইন্টার মিয়ামিতে সই করার পিছনে মেসির মাথায় কি ফুটবল ছাড়ার পরের জীবনের ছক ?
ফুটবলার হিসেবে সই করার চুক্তিপত্রেই সাতবারের বিশ্বসেরা ফুটবলারকে ইন্টার মায়ামি ক্লাবের স্বত্ত্বও (Equity) দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে আরও কিছু।
জানা যাচ্ছে, চুক্তি অনুযায়ী, মেজর সকার লিগে মেসি খেলতে নামতে রাজি হওয়ার আরও এক কারণ দুই স্পনসরের থেকে লভ্যাংশ প্রাপ্তি। এমএলএসে-র প্রচার ও প্রসারের পর যে অর্থ অ্যাপল ও অ্যাডিডাস পাবে, তার একটি অংশও এবার থেকে যাবে মেসির কাছে।
আর বেতন ? মার্কিন ও ইউরোপীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসি বার্ষিক ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলারের চুক্তিতে সই করেছেন ইন্টার মায়ামিতে।
ভারতীয় মুদ্রায় যে অর্থের পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা। যা শুধুই মেসির বার্ষিক বেতন। ক্লাবের ও এমএলএসের লভ্যাংশ রয়েছে তার ওপর।
আর্জেন্তাইন সুপারস্টারকে তাঁর মোট আয়ের একটা বড় অংশ অবশ্য কর হিসেবে দিতে হবে আমেরিকা সরকারকে।
বার্সেলোনায় লম্বা কেরিয়ারের ক্লাব পর্যায়ে যে সাফল্য মেসি পেয়েছিলেন প্যারিস সাঁ জাঁতে তা অবশ্য মেলেনি। চুক্তির শেষপর্বে চলেছে প্রচণ্ড ডামাডোলও।
অবশ্য পিএসজি খেলোয়াড় হিসেবেই বিশ্বকাপের অধরা স্বপ্ন পূরণ করেছেন এলএমটেন। এবার আলতান্তিক টপকে মার্কিন মুলুকে মেসির কেরিয়ারের পরবর্তী পর্ব।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -