Lionel Messi : কত টাকা বেতন পাবেন মেসি ? বেতন ছাড়াও মায়ামিতে খেলায় এলএমটেনের ঝুলিতে আর কী কী
মার্কিন মুলুকের মায়ামিতে নতুন ঠিকানা মেসির। খেলবেন ইন্টার মায়ামিতে। কত টাকা পাবেন এলএমটেন ? তাছাড়াও আর কী কী সাতবারের বিশ্বসেরা ফুটবলারে ঝুলিতে ?
Lionel Messi Salary
1/10
ঠিকানা বদলেছেন সাগর টপকে। ইউরোপ ছেড়ে মার্কিন মুলুকে। সৌদি আরবের ক্লাবের পাশাপাশি ইউরোপের একাধিক ক্লাবের অফার ছেড়ে বেছে নিয়েছেন ইন্টার মায়ামিকে (Inter Miami)।
2/10
মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর সকার লিগে (Major League Soccer) ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবই নতুন ঠিকানা লিওনেল মেসির (Lionel Messi)।
3/10
সৌদির আরবের ক্লাব আল হিলালের আকাশ ছোঁয়া অর্থের হাতছানি ছেড়ে আড়াই বছরের চুক্তিতে ইন্টার মিয়ামিতে সই করার পিছনে মেসির মাথায় কি ফুটবল ছাড়ার পরের জীবনের ছক ?
4/10
ফুটবলার হিসেবে সই করার চুক্তিপত্রেই সাতবারের বিশ্বসেরা ফুটবলারকে ইন্টার মায়ামি ক্লাবের স্বত্ত্বও (Equity) দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে আরও কিছু।
5/10
জানা যাচ্ছে, চুক্তি অনুযায়ী, মেজর সকার লিগে মেসি খেলতে নামতে রাজি হওয়ার আরও এক কারণ দুই স্পনসরের থেকে লভ্যাংশ প্রাপ্তি। এমএলএসে-র প্রচার ও প্রসারের পর যে অর্থ অ্যাপল ও অ্যাডিডাস পাবে, তার একটি অংশও এবার থেকে যাবে মেসির কাছে।
6/10
আর বেতন ? মার্কিন ও ইউরোপীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসি বার্ষিক ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলারের চুক্তিতে সই করেছেন ইন্টার মায়ামিতে।
7/10
ভারতীয় মুদ্রায় যে অর্থের পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা। যা শুধুই মেসির বার্ষিক বেতন। ক্লাবের ও এমএলএসের লভ্যাংশ রয়েছে তার ওপর।
8/10
আর্জেন্তাইন সুপারস্টারকে তাঁর মোট আয়ের একটা বড় অংশ অবশ্য কর হিসেবে দিতে হবে আমেরিকা সরকারকে।
9/10
বার্সেলোনায় লম্বা কেরিয়ারের ক্লাব পর্যায়ে যে সাফল্য মেসি পেয়েছিলেন প্যারিস সাঁ জাঁতে তা অবশ্য মেলেনি। চুক্তির শেষপর্বে চলেছে প্রচণ্ড ডামাডোলও।
10/10
অবশ্য পিএসজি খেলোয়াড় হিসেবেই বিশ্বকাপের অধরা স্বপ্ন পূরণ করেছেন এলএমটেন। এবার আলতান্তিক টপকে মার্কিন মুলুকে মেসির কেরিয়ারের পরবর্তী পর্ব।
Published at : 16 Jul 2023 07:22 PM (IST)