Messi in PSG Jersey: নেমার ছাড়তে চাইলেও নতুন ক্লাবে প্রিয় দশ নম্বর জার্সি নিলেন না মেসি
বার্সেলোনার সঙ্গে দীর্ঘ টানাপোড়েনের পর প্যারিস সাঁ জারমাঁয় যোগ দিয়েছেন লিওনেল মেসি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপিএসজি-তে মেসির সইপর্ব সম্পন্ন হতেই প্যারিস জুড়ে ভক্তদের উন্মাদনা।
মেসির জার্সি কিনতে ভক্তদের হুড়োহুড়ি, সোশ্যাল মিডিয়ায় রেকর্ড সংখ্যক ফলোয়ার বেড়েছে পিএসজি-র।
ঠিক ১৭ বছর আগে ৩০ নম্বর জার্সি পরে বার্সেলোনার হয়ে অভিষেক করেছিলেন মেসি।
পিএসজি-তেও ৩০ নম্বর জার্সি পরেই খেলবেন আর্জেন্তিনার অধিনায়ক।
পিএসজি-তে ১০ নম্বর জার্সি পরে খেলেন নেমার। মেসির জন্য তিনি ১০ নম্বর জার্সি ছাড়তে চেয়েছিলেন।
কিন্তু রাজি হননি মেসিই। তিনি ৩০ নম্বর জার্সি বেছে নিয়েছেন।
মেসির সঙ্গেই পিএসজি-তে খেলবেন নেমার ও কিলিয়ান এমবাপে।
পিএসজি-র ফরওয়ার্ড লাইনকে এখন বিশ্বসেরা মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার থেকে নতুন ক্লাবের হয়ে অনুশীলনে নেমে পড়লেন মেসি। ছবি: পিএসজি-র সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নেওয়া
- - - - - - - - - Advertisement - - - - - - - - -