India's Tour Of Sri Lanka: শ্রীলঙ্কা সফরে প্রথমবার ভারতীয় দলে ডাক পেয়েছেন, নিজেদের প্রমাণের অপেক্ষায় ৫ তরুণ
আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। সীমিত ওভারের সিরিজ হবে। তিনটি করে টি-২০ ও একদিনের ম্যাচ খেলবে দু’দল। শ্রীলঙ্কা সফরের জন্য ২০ জনের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। অধিনায়ক নির্বাচিত হয়েছেন শিখর ধবন এবং সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার। ছবি সৌজন্যে ট্যুইটার/বিসিসিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের নিয়মিত দলের অধিনায়ক বিরাট কোহলি সহ তারকা ক্রিকেটাররা এখন ইংল্যান্ড সফরে। সেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন বিরাট-রোহিতরা। ছবি সৌজন্যে ট্যুইটার/বিসিসিআই
আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে ডাক পেয়েছেন ৬ জন তরুণ ক্রিকেটার। তাঁদের মধ্যে পাঁচজনই প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেন। খেলার সুযোগ পেলে তাঁরা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের দক্ষতার পরিচয় দিতে পারবেন। ছবি সৌজন্যে ট্যুইটার/বিসিসিআই
শ্রীলঙ্কা সফরে ডাক পাওয়া ৬ জন তরুণ ক্রিকেটারের মধ্যে বরুণ ধবন এর আগে জাতীয় দলের হয়ে ডাক পেয়েছিলেন। কিন্তু চোটের জন্য তিনি খেলতে পারেননি। নীতীশ রানা, দেবদত্ত পাড়িক্কল, ঋতুরাজ গায়কোয়াড়, কৃষ্ণাপ্পা গৌতম ও বরুণ চক্রবর্তী প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেন। ছবি সৌজন্যে ট্যুইটার
নীতীশ রানা ধারাবাহিকভাবে আইপিএল-এ ভাল পারফরম্য়ান্স দেখাচ্ছেন। গত দুই মরসুমে দারুণ পারফরম্য়ান্স কৃষ্ণাপ্পা গৌতম, দেবদত্ত পাড়িক্কল ও ঋতুরাজ গায়কোয়াড়ের। ছবি সৌজন্যে বিসিসিআই/আইপিএল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -