WPL 2023: ডব্লিউপিএলের গ্রুপ পর্বে নিজেদের পারফরম্যান্সে তাক লাগিয়েছেন এঁরা
Womens Premier League: ডব্লিউপিএলের গ্রুপ পর্বে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস সর্বাধিক ছয়টি করে ম্যাচ জিতেছে।
আইপিএলে গ্রুপ পর্বের সেরা পারফর্মার এঁরা (ছবি: পিটিআই)
1/8
গ্রুপ পর্ব শেষে ছয় ম্যাচ জিতে লিগ তালিকার শীর্ষস্থানে শেষ করেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির অধিনায়ক মেগ ল্যানিংই এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। ৫১.৬৬ গড়ে ৩১০ রান করেছেন তিনি।
2/8
বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার থালিয়া ম্যাকগ্রা। ১৫৯.৪৫ স্ট্রাইক রেটে ম্যাকগ্রা মোট ২৯৫ রান করেছেন। তাঁর ব্যাট ভর করেই একাধিক ম্যাচ জিতেছে ইউপি ওয়ারিয়ার্স।
3/8
মাত্র এক রানের জন্য ডব্লিউপিএলের প্রথম শতরান হাতছাড়া করেন সোফি ডিভাইন। আরসিবির ব্যর্থতা সত্ত্বেও ডিভাইন কিন্তু ২৬৬ রান করে বেশ প্রভাবিত করেছেন।
4/8
এলিস পুেরিকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসাবে গণ্য করা হয়। ৪২.১৬ গড়ে পেরি টুর্নামেন্টে মোট ২৫৩ রান করেছেন।
5/8
বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার সোফি একলেস্টোন আইপিএলেও নিজের পারফরম্যান্সে তাক লাগিয়ে দিয়েছেন। ১৪ উইকেট নিয়ে তিনিই বর্তমানে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক।
6/8
মুম্বই ইন্ডিয়ান্স টুর্নামেন্টের শুরু থেকেই আগুন ফর্মে ছিল। ১৩ উইকেট নেওয়া বাংলার সাইকা ইশাক এই সাফল্যের অন্যতম বড় কারণ।
7/8
ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার হেইলি ম্যাথিউজ তো ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই পারফর্ম করেছেন। ব্যাটে ২৩২ রানের পাশাপাশি বল হাতে ১২টি উইকেটও নিয়েছেন তিনি।
8/8
তালিকায় মুম্বই ইন্ডিয়ান্সের তৃতীয় ক্রিকেটার অ্যামিলিয়া কের। নিউজিল্যান্ড অলরাউন্ডার ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১০৬ রানও করেছেন।
Published at : 23 Mar 2023 10:54 PM (IST)