Mohammed Shami : রেকর্ডের ঝুলিতে উজ্জ্বল উপস্থিতি, মহম্মদ শামি গড়লেন যে সমস্ত নজির
৭ উইকেট। ৫৭ রানের বিনিময়ে। ভারতকে চতুর্থবার ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে তোলার অন্যতম কারিগর মহম্মদ শামি। অবিশ্বাস্য বোলিংয়ে গড়েছেন একাধিক নজির।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহম্মদ শামি মেলে ধরেছেন বিশ্বকাপের মঞ্চে ভারতীয়দের মধ্যে সেরা পারফরম্যান্স। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০৩ বিশ্বকাপে ২৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন আশিস নেহরা।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও ভারতীয়দের মধ্যে সেরা পারফরম্যান্স শামির ঝুলিতেই। এতদিন যা ছিল রজার বিনির (৪ রানে ৬ উইকেট) দখলে।
সেমিফাইনালে ৭ উইকেটের সুবাদে মোট ২৩ শিকার ঝুলিতে নিয়ে চলতি বিশ্বকাপে উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছেন শামি।
ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ৫০-র বেশি উইকেট। ক্রিকেট বিশ্বযুদ্ধে নিজের ১৭ তম ম্যাচেই যে নজির গড়ে ফেলেছেন শামি। এর আগে তাঁর ১৯ তম ম্যাচে বিশ্বকাপের ৫০ উইকেটের গণ্ডি টপকেছিলেন মিচেল স্টার্ক।
বিশ্বকাপের ইতিহাসে একমাত্র বোলার হিসেবে এক ম্যাচে চতুর্থবার ৫ বা তার বেশি উইকেট। চলতি ক্রিকেট বিশ্বযুদ্ধেই ৩ বার যে নজির গড়েছেন শামি। কিউয়িদের বিরুদ্ধে ২ বার। অপরটি শ্রীলঙ্কার বিরুদ্ধে।
ভারতীয়দের মধ্যে এক বিশ্বকাপে সর্বাধিক উইকেট প্রাপক হয়ে গিয়েছেন শামি। ফাইনালে নামার আগেই ঝুলিতে ২৩ উইকেট। জাহির খান ২০১১ সালে নিয়েছিলেন ২১ উইকেট।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম ভারতীয় বোলার হিসেবে পঞ্চমবার ৫ বা তার বেশি উইকেট শিকারি শামি।
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে গ্রুপপর্বের ম্যাচেও ৫ উইকেট নিয়েছিলেন। এক প্রতিপক্ষের বিরুদ্ধে চলতি বিশ্বকাপে ২ ম্যাচে ১২ উইকেট। যা অনন্য এক নজির।
বিশ্বকাপের মঞ্চে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির ঝুলিতে আপাতত ৫৪ উইকেট। সর্বকালের সর্বাধিক গ্লেন ম্যাকগ্রার (৭১ উইকেট)।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -