IPL Record: আইপিএলের 'ডেথ ওভারে' বোলারদের ত্রাস এই ব্য়াটাররা
আইপিএলে সর্বকালের সর্বোচ্চ স্ট্রাইক রেটের মালিক আন্দ্রে রাসেল। তিনি ডেথ ওভারে ২০৯.৩১ স্ট্রাইক রেটে মোট ৮৩৪ রান করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাসেলের প্রাক্তন সতীর্থ ইউসুফ পাঠান ডেথ ওভারে তাঁর থেকে সামান্য় বেশি ৮৫৮ রান করেছেন।
টপ অর্ডারে ব্য়াট করা বিরাট কোহলির ডেথ ওভারে রেকর্ডও কিন্তু দুরন্ত। তিনি ২০১.৮৩ স্ট্রাইক রেটে ৯৯১ রান করেছেন।
৬৯ ইনিংস খেলে বিরাটের থেকে সামান্য বেশি ৯৯৮ রান রয়েছে হার্দিক পাণ্ড্যর দখলে।
ওপেনার হিসাবে খেললেও ডেথ ওভারে রোহিত শর্মার রেকর্ড যে কোনও তথাকথিত ফিনিশারকে চ্যালেঞ্জ জানাবে। রোহিত ১৯৭.০৭ স্ট্রাইক রেটে ১১৪৫ রান করেছেন।
রোহিতের থেকে ১০ বেশি ১১৫৫ রান রয়েছে ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার দখলে।
সাম্প্রতিক সময়ে ফিনিশার ডিকে নিজের ভিন্ন পরিচয় গড়ে তুলেছেন। তিনি ডেথ ওভারে ১৮৪.৪৬ গড়ে ১২৮২ রান করেছেন।
আইপিএলের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে এবি ডিভিলিয়ার্সের নাম থাকবেই। প্রোটিয়া কিংবদন্তি শেষের ওভারগুলিতে ২৩২.৫৬ স্ট্রাইক রেটে ১৪২১ রান করেছেন।
ফিনিশারদের কথা উঠলে কায়রন পোলার্ডের নাম থাকবে না, এমনটা হতেই পারে না। ১৮১.৫০ স্ট্রাইক রেটে ১৭০৮ রান করে তালিকায় দ্বিতীয় রয়েছেন পোলার্ড।
তালিকায় এক নম্বর নাম অবশ্যই মহেন্দ্র সিংহ ধোনির। আইপিএলের ইতিহাসে ডেথ ওভারে ১৮৭.১৩ স্ট্রাইক রেটে সর্বাধিক ২৫৩০ রান করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -