Sports players on Vaccination: রাহুল-দোলার উদ্যোগে খেলাধুলোর সঙ্গে যুক্তদের টিকাকরণ
দুজনেই ভারতের হয়ে লক্ষ্যভেদ করে অসংখ্য গর্বের মুহূর্ত উপহার দিয়েছেন। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে যখন বেসামাল বাংলা-সহ গোটা দেশ, তখন অতিমারি মোকাবিলায় এগিয়ে এলেন তিরন্দাজ ভাই-বোন রাহুল ও দোলা বন্দ্যোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলায় বিভিন্ন খেলাধুলোর সঙ্গে জড়িত দুঃস্থদের সম্পূর্ণ নিখরচায় করোনার টিকাকরণের বন্দোবস্ত করলেন রাহুল ও দোলা।
খেলোয়াড় থেকে শুরু করে ক্রীড়া প্রশাসক, কোচ হোক বা মালি, যাঁদের করোনার ভ্যাকসিন নেওয়ার মতো আর্থিক অবস্থা নেই, শুক্রবার তাঁদের বিনামূল্যে করোনার টিকা দেওয়া হল তিরন্দাজ ভাই-বোনের ফাউন্ডেশনের উদ্যোগে।
কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করেছিলেন রাহুল ও দোলা। সেখান থেকেই টিকাকরণের ব্যবস্থা করা হয়েছিল।
মোট চারশোজনের টিকাকরণের ব্যবস্থা হয়েছিল। যাঁদের মধ্যে প্রায় দেড়শোজন আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের।
রাহুল বলছেন, 'বিভিন্ন খেলাধুলোর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছেন, অথচ যাঁদের ভ্য়াকসিন নেওয়ার সঙ্গতি নেই, তাঁদের জন্য বিনামূল্যে টিকাকরণের ব্যবস্থা করেছিলাম। পাশাপাশি যাঁরা নাম নথিভুক্ত করিয়েও টিকা পাচ্ছিলেন না, তাঁদের জন্যও টিকাকরণের ব্যবস্থা করা হয়েছিল। সকলেই ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত। কেউ কোচ, কেউ খেলোয়াড়, কেউ ক্রীড়া প্রশাসক, কেউ হয়তো আবার মাঠকর্মী। এরকম মোট চারশোজনের টিকাকরণের ব্যবস্থা করা হয়েছিল আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে।'
রাহুল জানালেন, নামী মুখেদের মধ্যে এশীয় গেমসে তিরন্দাজিতে পদকজয়ী তৃষা দেব তাঁদের শিবিরেই করোনার টিকা নিয়েছেন।
image 8
দোলা বলছেন, 'পরিস্থিতি বেশ ভয়াবহ। করোনা অতিমারিকে ঠেকাতে ভ্যাকসিনেশন ভীষণ জরুরি। যত দ্রুত সম্ভব সকলকে করোনার টিকা দিতে হবে। একমাত্র তাহলেই সংক্রমণের হার কমবে। সেই জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি। এখন অনেকেই করোনার টিকা পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। গোটা বিশ্বেই খেলাধুলো থমকে। আমরা সাধ্যমতো বাংলার ময়দানের সঙ্গে যুক্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।'
কমনওয়েলথ গেমসে সোনাজয়ী তিরন্দাজ রাহুল জানালেন, তিরন্দাজি ছাড়াও অ্যাথলেটিক্স, কবাডি, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, খো খো, বাস্কেটবল, এরকম বিভিন্ন খেলার সঙ্গে জড়িতরা করোনার টিকা নিয়েছেন তাঁদের শিবিরে। রাজারহাটে গ্লোবসিন ক্রিস্টালে টিকাকরণের শিবির আয়োজিত হয়েছিল। অ্যাপোলো হাসপাতালের সঙ্গে টিকারণের জন্য চুক্তি হয়েছিল। পাশাপাশি ক্যালকাটা আলিপুর রাউন্ড টেবিল ১২, ক্যালকাটা আলিপুর লেডিজ় সার্কেল থ্রি এই উদ্যোগে সামিল হয়েছিল। তথ্য: সন্দীপ সরকার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -