Lionel Messi: ম্যাচ শেষের আগেই তুলে নেওয়া হল মেসিকে! PSG কোচের সিদ্ধান্তে ক্ষুদ্ধ আর্জেন্তেনিয় তারকা
তিনি ঠান্ডা মাথার খেলোয়াড়। তা ক্লাব ফুটবল হোক কিংবা দেশের হয়ে খেলতে নামা ম্যাচে। সদ্য বার্সেলোনা থেকে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেই এসেছেন লিওলেন মেসি। কিন্তু রবিবার লিঁওর বিপক্ষে ম্যাচ খেলতে নেমে মেজাজ হারালেন আর্জেন্তেনিয় তারকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপিএসজি (PSG) কোচ মারিও পোচেত্তিনির সঙ্গে অসন্তোষের ছবি সামনে আসে ম্যাচ শেষের আগেই।
রবিবার লিগ ওয়ানের ম্যাচে লিয়ঁ-র বিরুদ্ধে মেসির দুরন্ত ফ্রি কিক গোলপোস্টে না লাগলে ম্যাচের স্কোরকার্ড অন্যরকম হত।ম্যাচের দ্বিতীয়ার্ধে মেসির পরিবর্তে তরুণ রাইট ব্যাক আচরাফ হাকিমিকে নামানো হলে ক্ষুদ্ধ হন মেসি।
মেসিকে মেসি মাঠ ছাড়ার সময় কোচের দিকে তাকিয়ে কিছু একটা বলতে দেখা যায়। যা নিয়ে সরগরম সোশাল মিডিয়া। যা নিয়ে জল্পনাও শুরু হয়।যদিও পিএসজি কোচ জানিয়ে দেন মেসি কোনওরকম উষ্মা প্রকাশ করেননি।
রবিবার লিগ ওয়ানের ম্যাচে লিয়ঁ-র বিরুদ্ধে মাঠে নেমেছিল পিএসজি। এদিন নতুন ক্লাবের ঘরের মাঠে প্রথমবার নামেন মেসি। লিয়ঁর বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয়ও পেয়েছে পিএসজি। তবে মেসির ভাগ্য অধরা ছিল গোল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -