Ruturaj Gaikwad : নজির গড়ে ইতিহাস রুতুরাজের, অল্পের জন্য অক্ষত বিরাট-রেকর্ড
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে ইতিহাস গড়লেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে মোট ২২৩ রান করেন রুতুরাজ। অজিদের বিরুদ্ধে আগুনে ছন্দে ছিলেন তিনি।
সদ্য শেষ হওয়া সিরিজে রুতুরাজের ৫ ম্যাচে করা ২২৩ রান অজিদের বিরুদ্ধে বিশের মঞ্চে দ্বিপাক্ষিক সিরিজে কোনও ব্যাটারের সর্বাধিক রান।
৫৫.৭৫ গড়ে পুরো সিরিজেই দারুণ ছন্দে ছিলেন ভারতের ডান হাতি ওপেনার। হাঁকিয়েছেন একটি শতরানও।
অজিদের বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক সিরিজে এর আগে সর্বাধিক রান ছিল মার্টিন গাপটিলের (Martin Guptill)।
২০২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে ২১৮ রান করেছিলেন মার্টিন গাপটিল। যা ভেঙে দিয়েছে রুতুরাজ গায়কোয়াড়।
সিরিজের শেষ ম্যাচে রুতুরাজ ১০ রান আউট হয়ে যাওয়ায় অবশ্য অক্ষত থেকেছে বিরাট কোহলির রেকর্ড।
ভারতীয় ব্যাটারদের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজে সবথেকে বেশি রান বিরাট কোহলির (Virat Kohli)। ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে ২৩১ রান করেছিলেন তিনি।
কোনও টি ২০ সিরিজে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটারদের তালিকায় বিরাট ও কেএল রাহুলের (২২৪) পরেই স্থান করে নিয়েছেন রুতুরাজ (২২৩)।
যদিও সিরিজের চতুর্থ ম্যাচেই কেএল রাহুলকে (KL Rahul) টপকে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম ৪ হাজার টি ২০ রান করার শিরোপা ছিনিয়ে নিয়েছেন রুতুরাজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -