ধোনির স্ত্রী সাক্ষী কি সন্তানসম্ভবা? উঁকি দিচ্ছে বেবি বাম্প
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক দিন আগেই। তবুও এখনও ভীষণভাবে জনপ্রিয় মহেন্দ্র সিংহ ধোনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি বিমানবন্দরে একসঙ্গে দেখা গেল ধোনি ও সাক্ষীকে। সঙ্গে ছিল তাঁদের কন্যা জিভা ধোনিও। ক্যামেরাবন্দি হল তাঁদের ছবি।
আসলে, সাক্ষী ধোনি যে সন্তানসম্ভবনা সে খবর শিরোনামে এসেছিল কিছুদিন আগেই। এমন পরিস্থিতিতে ধোনির ভক্তদের কাছে এই ছবিগুলোই বিশেষ স্পেশাল।
মাহি বা সাক্ষীর কাছ থেকে এখনও পর্যন্ত গর্ভধারণের বিষয়ে কিছুই নিশ্চিত করা হয়নি। তবে, সাক্ষীর পার্স এভাবে বহন করার স্টাইল দেখে ভক্তরা বিশ্বাস করেন যে তিনি তাঁর বেবি বাম্প লুকানোর চেষ্টা করছেন।
মাঠে ও মাঠের বাইরে বিভিন্ন সময়ে ধোনির সঙ্গে দেখা গিয়েছে সাক্ষী ধোনিকে। চেন্নাইয়ের খেলার সময় বারবার মেয়ে ও স্ত্রীকে নিয়ে ছবি সামনে এসেছে ধোনির।
মাহিভক্তরা বলছেন যে ধোনি দ্বিতীয়বার বাবা হতে চলেছেন। তবে এখনও এই নিয়ে কোনও অফিশিয়ালি কিছু জানানো হয়নি।
বিমানবন্দরে ধোনিকে দেখা গেল যে সাক্ষীর ব্যাগ বহন করতে। এর আগেও এভাবে স্ত্রীর সঙ্গে থাকলে বিভিন্ন সময় এয়ারপোর্ট ব্যাগ বহন করেছেন ধোনি।
ধোনির মেয়ে জিভাকে দেখে সবাই অবাক। জিভাও ধোনির মতোই ভীষণ জনপ্রিয় এখন।
জিভার বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সাক্ষী। সেই ভিডিও ভাইরাল হয়েছে প্রচুর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -