Rishabh Pant Pics নিজের ব্যাটিংয়ের ‘ইউএসপি’ কী? জানালেন ঋষভ পন্থ
আমেদাবাদে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে একটা সময় চাপে পড়ে গিয়েছিল ভারত। পরপর উইকেট হারানোর পাশাপাশি স্কোরবোর্ডের গতিও ছিল বেশ মন্থর। এই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে মোতেরায় ঝড় তুললেন ভারতের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপন্থের দাপটে সিরিজের শেষ তথা চতুর্থ টেস্টে সুবিধাজনক জায়গায় ভারত। দিনের শেষে পন্থ জানালেন, নিজের শট খেলার স্বাধীনতা তিনি বেশিরভাগ সময়ই পেয়েছেন। কিন্তু পরিস্থিতির কথা মাথায় রেখে অসাধারণ সব স্ট্রোক খেলার আগে কিছুটা সময় তাঁকে নিতে হয়েছে।
তাঁর ১১৮ বলে ১০১ রানের চোখধাঁধানো ইনিংস সাজানো ছিল ১৩ টি চার ও দুটি ছয়। ইংল্যান্ডের প্রথমসারির বোলার জেমস আন্ডারসনের বলে যে রিভার্স সুইপ খেললেন, তা অনেক ক্রিকেট বিশেষজ্ঞকেই চোখ কচলে দেখতে হয়েছে। ইনিংসে তাঁর সবচেয়ে কঠিন শট ছিল এটাই।
এই শটের ব্যাপারে জানতে চাওয়া হলে পন্থ বলেছেন, রিভার্স-ফ্লিকসের জন্য আগাম অনুমান করতে হয়। ভাগ্য সহায় থাকলে এমন ঝুঁকি নেওয়া যায়।
পন্থ বলেছেন, আমি বেশিরভাগ সময়ই শট খেলার লাইসেন্স পেয়েছি। কিন্তু আমাকে পরিস্থিতি বিবেচনা করে দেখতে হয় এবং সেই অনুসারে খেলা এগিয়ে নিয়ে যেতে হয়। আমি চাই দলকে জেতাতে। আর এতে যদি দর্শকদের বিনোদন হয়, তাহলে খুশি হই।
কঠিন উইকেটে চাপের মুখে ব্যাট করতে নেমেছিলেন পন্থ। আর পরিস্থিতি অনুসারে বেশ সমঝদারি দেখালেন পন্থ। প্রথমে কিছুটা সময় নেন। এরপর তিনি ইংরেজ বোলারদের পাল্টা আক্রমণ শুরু করেন।
ডম বেসের বলে ছয় মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
বাইশ গজে বেপরোয়া মনোভাবের কারণে এই বাঁহাতি ব্যাটস্যানকে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। এদিনের দুরন্ত ইনিংসের পর তাঁর মুখে বারবার শোনা গিয়েছে পরিস্থিতি বুঝে খেলার কথা।
পন্থ বলেছেন, বোলাররা ভালো বল করলে তখন সেই অনুসারে খেলতে হবে, সিঙ্গলস নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই আমার মাথায় ঘুরছিল। আমি পরিস্থিতি অনুযায়ী খেলতে পছন্দ করি এবং বল দেখে সেই অনুসারে খেলি। এটাই আমার খেলার ইউএসপি (ইউনিক সেলিং পয়েন্ট)।
এদিন ভারতীয় ইনিংসে অনেকটাই অ্যাঙ্করের ভূমিকায় দেখা গিয়েছে পন্থকে।
প্রথমে রোহিত শর্মা (১৪৪ বলে ৪৯)-র সঙ্গে ৪১ এবং পরে ওয়াশিংটন সুন্দর ( অপরাজিত ৬০)-এর সঙ্গে ১১৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন পন্থ।
পন্থ বলেছেন, ব্যাট করতে নামার সময় রোহিতের সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলারই পরিকল্পনা ছিল। ওই সময় এটাই ভাবছিলাম। আমি ভাবছিলাম, পিচটা বুঝে নিয়ে আমার শট খেলব। দলের লক্ষ্য ছিল আগে ইংল্যান্ডের স্কোর টপকে যাওয়া এবং তারপর যত বেশি সম্ভব রান করা।
গত মাসেই পন্থ আইসিসি-র প্লেয়ার অফ দ্য মান্থের পুরস্কার পেয়েছিলেন। অস্ট্রেলিয়া সফরে সিডনিতে ৯৭ ও ব্রিসবেনে অপরাজিত ৮৯ রান করেছিলেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -